স্পোর্টস ডেস্কঃ ৩২ বছর পর অলিম্পিকসের ফুটবল ডিসিপ্লিনের পুরুষ বিভাগে সোনা জিতল স্পেন। গত রাতে স্প্যানিশরা স্বাগতিক ফ্রান্সকে ৫-৩ গোলে হারিয়েছে। শেষ পর্যন্ত লড়াই করে সোনা জিততে না পারলেও হতাশ নন ফ্রান্সের কোচ থিয়েরি অঁরি। দলের পারফরম্যান্স নিয়ে নিজের সন্তুষ্টির কথা জানিয়েছেন তিনি।
পার্ক দে প্রিন্সেসে শুরুতেই এগিয়ে যায় ফরাসিরা। ১১তম মিনিটে স্প্যানিশ ডিফেন্ডারদের ভুল কাজে লাগিয়ে গোল করেন এনজো মিলো। ৭ মিনিট পরই গোল করে দলকে সমতায় ফেরান ফারমিন লোপেজ। এরপর ম্যাচের ২৫ মিনিট ও ২৮ মিনিটে আরও দুটি গোল করে স্পেন। স্পেনের দ্বিতীয় গোলটিও আসে লোপেজের পা থেকে। তৃতীয় গোলটি করেন মিডফিল্ডার আলেক্স বায়েনা। ফ্রি–কিক থেকে দুর্দান্ত এক গোল করেন এই মিডফিল্ডার। ৩-১ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে স্পেন।
এগিয়ে থাকা স্পেনকে দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ সামলাতে হয়েছে। ধারাবাহিক আক্রমণের ফল হিসেবে ফ্রান্স দ্বিতীয় গোলটি পায় ম্যাচের ৭৯ মিনিটে। গোল করেন মাঘনঁ আকলিয়ুচে। এরপর যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে যান অধিনায়ক জ্যঁ-ফিলিপে মাতেতা। অতিরিক্ত সময়েও দুর্দান্ত খেলেছে দুই দল। তবে ভাগ্য সঙ্গে ছিল স্পেনের। ১০০ তম মিনিট ও ১২০ তম মিনিটে কামেয়োর গোলে সোনা নিশ্চিত করে স্পেন।
ম্যাচ শেষে অঁরি বলেছেন, ‘আমি খেলোয়াড়দের বলেছি, তারা জাদুকরি কাজ করেছে এবং তাদের নিয়ে গর্বিত। দিন শেষে আমরা কিন্তু পদক জিতেছি। আমরা যেভাবে এটা শেষ করতে চেয়েছিলাম, সেভাবে হয়নি কিন্তু তারপরও এটা এই সন্ধ্যাটা দারুণ ছিল। আমার কাছে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, এই দল লড়াই করতে পারে। শেষদিকে হয়তো আমরা পরিনি, কিন্তু এটা বলা যায় না যে আমরা লড়াই করিনি। প্রতি ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা লড়াই করেছি। আমি জিততে চেয়েছিলাম। কিন্তু এরপরও আমরা উদ্যাপন করব। আমি জীবনে প্রথমবারের মতো কোনো ফাইনাল হারলাম। কিন্তু এরপরও পদক পেয়েছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০