স্পোর্টস ডেস্কঃ প্রিমিয়ার লিগে চেলসির ছন্দহীনতার ধারা চলছেই। আগের ম্যাচে ম্যানচেস্টার সিটির সঙ্গে ড্র করা চেলসি গত রাতে নিউক্যাসল ইউনাইটেডের কাছে হেরে গেছে ৪-১ গোলে। তাতে পয়েন্ট টেবলের ১০ নম্বরেই পড়ে রইল মাওরিসিও পচেত্তিনোর দল।
ঘরের মাঠে ১৩তম মিনিটে এগিয়ে যায় নিউক্যাসল। দলটিকে প্রথম গোল এনে দেন আলেক্সান্ডার ইসাক। সেন্ট জেমস পার্কের ম্যাচটিতে অবশ্য শুরুর লিড বেশিক্ষণ ধরে রাখতে পারে নি স্বাগতিকরা। ১০ মিনিট পরই দারুণ ফ্রি–কিকে সেটি শোধ করে দেন রাহিম স্টার্লিং। সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা।
দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটে নিউক্যাসল আবার এগিয়ে যায় অধিনায়ক জামাল লাসেয়েসের হেডের গোলে। ব্যবধানটা ৩-১ হয়ে যায় পরের মিনিটেই। ব্রাজিল সতীর্থ থিয়াগো সিলভার কাছ থেকে বল কেড়ে নিয়ে নিউক্যাসলকে তৃতীয় গোল এনে দেন জোয়েলিংটন। ৭৩ মিনিটে রিস জেমস দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে দশজনের দলে পরিণত হয় চেলসি।
এরপর ৮৩ মিনিটে নিউক্যাসলের চতুর্থ গোলটি এনে দেন অ্যান্থনি গর্ডন। ১৯৯৪ সালের সেপ্টেম্বরের পর এই প্রথম প্রিমিয়ার লিগে চেলসির জালে ৪ গোল দিয়েছে নিউক্যাসল। তাতে পয়েন্ট টেবিলে ছয়ে উঠে গেছে তারা। অন্যদিকে পঞ্চম হারে পয়েন্ট তালিকায় দশেই আটকে থাকল চেলসি। দিনের আরেক ম্যাচে পয়েন্ট খুইয়ে শীর্ষস্থান হারাল ম্যান সিটি। আর্সেনাল আপাতত শীর্ষে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post