স্পোর্টস ডেস্ক:: তরুণ পেসার তানজিম হাসান সাকিব আফগানিস্তান সিরিজে খেলতে পারেননি, এনসিএলে খেলননি সিলেট বিভাগীয় দলেও। ভারতের বিপক্ষে টি-২০ সিরিজের পর চোটে এনসিএলে চোটে পড়েছিলেন। এরপর থেকেই ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল বিভাগের তত্ত্বাবধানে পুর্নবাসন প্রক্রিয়ায় ছিলেন তিনি।
চোটে পড়ায় তানজিম সাকিবের গ্লোবার সুপার লিগে খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিলো। গায়ানায় আগামি ২৬ নভেম্বর থেকে শুরু এই লিগ শেষ হেব ৭ ডিসেম্বর। বিশ্বের পাঁচটি দেশের পাঁচটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিত অংশ নিচ্ছে। স্বাগতিক গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে ভিড়িয়েছে সাকিবকে।
পুর্নবাসন প্রক্রিয়ায় থাকা তানজিম সাকিবকে বিসিবির মেডিকেল বিভাগ মাঠে ফেরার অনুমোদন দিয়েছে। ফিটনেস পরীক্ষা শেষে ক্রিকেট বোর্ডের মেডিকেল বিভাগ জানিয়ে দিয়েছে, সাকিব এখন থেকে প্রতিযোগিতা মূলক ক্রিকেট খেলতে পারবেন। মিরপুরের একাডেমি মাঠে চলছিল তার পুনর্বাসন প্রক্রিয়া। ইতিমধ্যে তিনি বোলিংও শুরু করে দিয়েছেন।
সাদা বলে বাংলাদেশ দলের নিয়মিত মুখ তানজিম সাকিব। তার বোলিং দারুণ কার্যকরী। আফগানিস্তানের বিপক্ষে সিরিজে চোটের জন্য তাকে দলে পাওয়া যায়নি। তবে এবার সুস্থ হয়ে মাঠে ফেরায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ দলে থাকবেন তিনি। গ্লোবাল সুপার লিগ শেষ করে ক্যারিবিয়ানে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজে খেলবেন তিনি।
বিসিবির একজন নির্বাচন সাংবাদিকদের বলেন,‘ফিটনেস পরীক্ষায় পাস করেছে সে (সাকিব)। যা আমাদের জন্য স্বস্তিদায়ক। কেননা সাদা বলের ক্রিকেটে সে আমাদের দলের নিয়মিত সদস্য। আফগানিস্তানের বিপক্ষে সিরিজে আমরা তাকে মিস করেছিলাম। যদিও তার পরিবর্তে যারা খেলেছে তারা পারফর্ম করেছে। আমাদের পেসারদের মধ্যে একটা স্বাস্থ্যকর প্রতিযোগিতা আছে। যেটা দলের জন্য ভালো। দলের সেরা ক্রিকেটারকেই বেছে নেয়া হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০