স্পোর্টস ডেস্কঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সরব ছিলেন দেশের বেশির ভাগ তারকাই। তবে নিরব ভূমিকা ছিল সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। যা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। আওয়ামী লীগ মনোনীত সংসদ সসস্য হওয়াই আন্দোলনের পক্ষে কথা বলতে পারেননি বলে দাবি এই ক্রিকেটারের।
বুধবার দেশের একটি অনলাইন পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে মাশরাফী বলেন, ‘এই কষ্ট থাকবেই। হয়তো আজীবন থাকবে। দেশের একটা ক্রাইসিস মুহূর্তে পাশে থাকতে পারিনি, কিছু করতে পারিনি, এটা আমাকে সবসময়ই ভোগাবে, পোড়াবে। সবসময়ই থেকে যাবে। সবসময় সব কথা বলা যায় না। কিছু জিনিস হয়তো বলার ব্যাপারও নয়। এতদিন চুপ ছিলাম। আজকে কিছু বলছি। কিছু হয়তো সামনে বলব। জীবনে অনেক কিছু হবে। তবে এই কষ্টটা রয়ে যাবে। যত কিছুই হোক, এটা কখনও যাবে না। নিজের ওপর সেই হতাশা সবসময়ই থাকবে।’
মাশরাফী আরও বলেন, ‘দেখেন এগুলো উত্তর দেওয়াটা আমার কাছে মনে হয় শুধু শুধু হবে। যদি এক কথায় উত্তর দেই, তাহলে বলতে হবে আমি আসলে ব্যর্থ হয়েছি। একেবারে ব্যর্থ হয়েছি। দ্বিতীয় কথা হচ্ছে, আমি যদি কথা বলতাম, যৌক্তিক কোটা সংস্কার নিয়ে যে আলোচনা হচ্ছিল শুরুতে, সবাই যখন চেয়েছিল আমি কথা বলি, তখন যৌক্তিকভাবে কোটা সংস্কার হবে সেটা বোঝা যাচ্ছিল। আমার কাছে মনে হচ্ছিল, কোটা সংস্কার হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০