স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে খেলা হচ্ছে না পাকিস্তানের স্পিনার আবরার আহমেদের। সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়া প্রাইম মিনিস্টার একাদশের বিপক্ষে মাঠে নেমেছিলেন পাকিস্তানি এই তরুণ স্পিনার। সেখানেই চোট পেয়েছেন তিনি। তাঁর বদলি হিসেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সাজিদ খানের নাম ঘোষণা করেছে।
অভিষেকের পর থেকেই সাদা পোশাকে পাকিস্তানের অন্যতম ভরসার নাম আবরার। অস্ট্রেলিয়া সিরিজেও তাকে ঘিরেই পাকিস্তানের স্পিন আক্রমণ সাজানোর পরিকল্পনা ছিল পাকিস্তানের। সংবাদ সম্মেলনে আবরারের দারুণ প্রশংসাও করেছিলেন টেস্ট অধিনায়ক শান মাসুদ। আগামী ১৪ ডিসেম্বর শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।
আবরার এখন পর্যন্ত পাকিস্তানের হয়ে কেবল ৬টি টেস্ট খেলেছেন, তার অভিষেক হয়েছিল গত বছরের ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে। সেখানে প্রথম টেস্টেই তিনি ১১ উইকেট নিয়ে চমকে দিয়েছিলেন। সবমিলিয়ে এখন পর্যন্ত সাদা পোশাকে তার শিকার ৩৮টি। ফলে নিঃসন্দেহে আবরার পাকিস্তানের জন্য এই সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সুযোগ ছিল।
পাকিস্তান টেস্ট দল: শান মাসুদ (অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, ইমাম-উল-হক, বাবর আজম, সাইম আইয়ুব, সৌদ শাকিল, আগা সালমান, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সরফরাজ আহমেদ (উইকেটকিপার), ফাহিম আশরাফ, আমির জামাল, মোহাম্মদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি, হাসান আলী, খুররম শাহজাদ, মির হামজা, নোমান আলী ও সাজিদ খান।
অস্ট্রেলিয়া টেস্ট দল: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স কেয়ারি, ক্যামেরন গ্রিন, জশ হেইজেলউড, ট্রাভিস হেড, উসমান খাওয়াজা, মার্নাস লাবুশেন, ন্যাথান লায়ন, মিচেল মার্শ, ল্যান্স মরিস, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক ও ডেভিড ওয়ার্নার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post