নিজস্ব প্রতিবেদক:: টানা অফ ফর্মে ছিলেন লিটন দাস। জাতীয় দল থেকেও বাদ পড়েন। এরপর ঘরোয়া ক্রিকেটে ফিরেও রান পাচ্ছিলেন না। ঢাকা প্রিমিয়ার চলাকালে তাই ক্রিকেট থেকেই বিরতি নেন লিটন দাস।
অবশেষে বিরতি কাটিয়ে সুপার লিগ দিয়ে ক্রিকেটে ফিরেছেন এই ওপেনার। প্রিমিয়ার লিগে সুপার সিক্স পর্বে আবাহনীর হয়ে ইনিংস উদ্বোধনও করতে নেমেছেন। প্রাইম ব্যাংকের দেওয়া ১৭৯ রানের টার্গেটে ব্যাট করছে আবাহনী।
প্রিমিয়ার লিগে লিটন দাস আবাহনীর হয়ে খেলছেন। লিগ চলাকালেও দলটির কোচ, বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনের কাছে ছুটি চেয়ে ছিলেন তিনি। তাকে ছুটি দিয়ে সুজন বলে ছিলেন, ‘ব্রেক পেলে লিটনের ভালো হবে। এখানে খেলে পারফর্ম না করলে আরও বিমর্ষ হয়ে যেত। এর চেয়ে ও ফ্রেশ হয়ে ফিরুক।’
সেই ছুটি কাটিয়ে লিটন আবারো মাঠে নেমেছেন। প্রাইম ব্যাংকের হয়ে ব্যাটও করছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৪ বলে ১৯ রানরে অপরাজিত আছেন এই ওপেনার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post