স্পোর্টস ডেস্কঃ বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের অধিনায়ক লিওনের মেসি ফিরলেন ক্লাবের দায়িত্বে। বুধবার এই ফরোয়ার্ড যোগ দিলেন পিএসজিতে। তাঁকে স্বাগত জানায় প্যারিসের দলটি। গত ১৮ ডিসেম্বর বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।
টুর্নামেন্টে সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতেছেন মেসি। এরপর আর্জেন্টিনায় ফিরে এতদিন সেই জয় উদযাপনেই মত্ত ছিলেন তিনি। তবে ক্লাব ফুটবলের ব্যস্ততা শুরু হয়ে যাওয়ায় ক্লাবে ফিরতে হয়েছে তাঁকে। এই মহাতারকাকে ছাড়া লিগে দুই ম্যাচে খেলেছে পিএসজি। যার সবশেষটিতে হার দেখেছে ক্রিস্তোফার গালতিয়েরের দল।
সপরিবারে প্যারিসে পা রেখেছেন সাতবারের ব্যালন ডি’অরজয়ী মেসি। ফ্রেঞ্চ সংবাদ মাধ্যম জানিয়েছে, আগামী ১৬ জানুয়ারির লিগ ম্যাচ দিয়ে মাঠে ফিরবেন তিনি। এরপর রোনালদোর সৌদি আরবের ক্লাব আল নাসের ও সৌদির অন্য ক্লাব আল হিলাল-এর সমন্বয়ে গড়া দলের বিপক্ষে প্রীতি ম্যাচও খেলবেন।
বুধবার সকালে মেসির পিএসজি সতীর্থরা হাসিমুখে বরণ করে নেয় তাকে। নেইমার থেকে শুরু করে কার্লোস সোলার, সারাবিয়া কিংবা নুনও মেন্ডেজ প্রত্যেকেই তাকে বরণ করে নেন। তবে লেন্সের বিপক্ষে হারের পর ছুটি পাওয়ায় কিলিয়ান এমবাপে এবং আশারাফ হাকিমি উপস্থিত ছিলেন না সেখানে। তারা এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে ছুটি কাটাচ্ছেন।
বুধবার সকালে প্যারিসে আসেন মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও দিয়ে পিএসজি কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। ভিডিও’র ক্যাপশনে পিএসজি লিখেছে ‘স্বাগত লিও’। এদিকে পিএসজির ঘরের মাঠে মেসি কেমন অভ্যর্থনা পান, সেটি এখন সবার আগ্রহের বিষয়। ফ্রান্সকে হারিয়েই যে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা!
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post