স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রোববার মুখোমুখি লড়াইয়ে নেমেছিল সর্বোচ্চ পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও দুই বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। মুম্বাইয়ের ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটিতে ৫ উইকেটের জয় পেয়েছে স্বাগতিকরা।
এদিন নিজেদের একাদশে বড় চমক দিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। একাদশে সুযোগ হয় অর্জুন টেন্ডুলকারের। যিনি কিনা ভারতের ব্যাটিং ঈশ্বর শচীন টেন্ডুলকারের পুত্র। এই ম্যাচ দিয়ে আইপিএলে অভিষেক হয় অর্জুনের। এর আগে মুম্বাইয়ের নেট বোলার, পরবর্তীতে নিলাম থেকে দলে অন্তর্ভুক্তিসহ ফ্র্যাঞ্চাইজিটির সাথেই ছিলেন গেল দুই বছর। এর আগেও যখন শচীন খেলতেন, তখন দলের সাথেই দেখা যেত প্রায় সময়ই। তবে এই প্রথম ম্যাচ খেলতে নামেন শচীনপুত্র।
এর মধ্য দিয়ে নতুন রেকর্ড হয়। আইপিএলের ১৬ বছরের ইতিহাসে এই প্রথম পিতা এবং পুত্র খেলার নতুন মাইলফলক ঘটে। এর আগে এমনটা হয়নি। এছাড়া দুজনই একই ফ্র্যাঞ্চাইজির হয়েই খেলেছেন। ছেলের এমন নতুন যাত্রায় মাঠেই ছিলেন শচীন। জুগিয়েছেন সাহস। এবার ম্যাচ শেষে দিলেন আবেগঘন এক বার্তা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শচীন লেখেন, ‘অর্জুন, আজ তুমি ক্রিকেটার হিসেবে পথচলায় আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলে। তোমার বাবা, যে তোমাকে প্রচণ্ড ভালোবাসে, যে ক্রিকেট খেলাটারও অনুরাগী, আমি জানি তুমি সামনের দিনগুলোতে খেলাটাকে তার প্রাপ্য সম্মান আর ভালোবাসা দেবে, এবং ক্রিকেটও তোমাকে তার ভালোবাসা ফিরিয়ে দেবে। এই জায়গায় আসতে তুমি অনেক কষ্ট করেছ এবং আমি নিশ্চিত, তুমি আরও পরিশ্রম করে যাবে। এটি কেবল একটি দারুণ যাত্রার শুরু। শুভকামনা!’
শুধুমাত্র অর্জুন নয়, দক্ষিণ আফ্রিকার ডুয়ান জেনসেনেরও আইপিএল অভিষেক হয়েছে এই ম্যাচ দিয়ে। এই পেসার মূলত দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টিতে মুম্বাইয়ের মালিকাধীন দল এমআই কেপ টাউনের হয়ে খেলেছেন। এবার আইপিএলের দরজাও খুলেছে। ডুয়ান আবার প্রোটিয়াদের আরেক তারকা পেসার মার্কো জেনসেনের যমজ ভাই। মার্কো জেনসেন এবার সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলছেন। এটিও নতুন ইতিহাস। আইপিএলের ইতিহাসে এই প্রথম দুই যমজ ভাই খেলেছেন লিগটিতে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post