স্পোর্টস ডেস্কঃ আরও একবার পেনাল্টিতে ফ্রান্সকে কাঁদালো জার্মানি।গত জুনে অনূর্ধ্ব-১৭ ইউরোর ফাইনালে পেনাল্টি শ্যুটআউটে ফরাসিদের পরাজিত করে জার্মান তরুণরা। একই গল্প দেখা গেল ইন্দোনেশিয়ার অনূর্ধব-১৭ বিশ্বকাপেও। শনিবার ২-২ গোলে ড্রয়ের পর পেনাল্টিতে ৪-৩ ব্যবধানে ফ্রান্সকে হারিয়ে ছোটদের বিশ্বকাপ জয় করল জার্মানি।
ইন্দোনেশিয়ার সুরাকার্তার মানাহান স্টেডিয়ামে ২৯ মিনিটে প্যারিস ব্রুনারের গোলে এগিয়ে যায় জার্মানি অনূর্ধ্ব-১৭ দল। আয়মেন সাদি পেনাল্টি এরিয়াতে ফাউল করায় স্পট কিক পায় জার্মানরা। পেনাল্টি শটে বল জালে পাঠাতে একদম ভুল করেনি ব্রুনার। ৫১ মিনিটে ব্যবধান ২-০ করে নোয়াহ ডারভিচ। ম্যাক্স মোয়েরস্টেডের ক্রসে লক্ষ্যভেদ করে এই কিশোর। মিনিট দুয়েক পর ফ্রান্সের হয়ে একটি গোল শোধ দেয় সায়মন বোয়াব্রে( ২-১)।
৬৯ মিনিটে উইনার্স উসাউই দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে দশজনে পরিণত হয় জার্মানির অনূর্ধ্ব-১৭ দল। একজন কম নিয়ে খেলে রক্ষণ দুর্গ বেশিক্ষণ সামলাতে পারেনি জার্মানি। আক্রমণের ঢেউ বইয়ে দিয়ে ৮৫ মিনিটে গোলও পেয়ে যায় ফ্রান্স। টিডিয়াম গোমিসের অ্যাসিস্টে ফ্রান্সের হয়ে সমতা ফেরায় ম্যাথিস আমোউগো (২-২)।
নির্ধারিত সময়ের খেলা শেষ হয় দুই দল গোলের এই সমতায়। এরপর টাইব্রেকারে প্রথম পাঁচ শটেও ছিল ৩-৩-এ সমতা। কিন্তু ষষ্ঠ শটে ফ্রান্স গোল করতে না পারলেও নিজেদের ছয় নম্বর শটে গোল করে প্রথমবার ছোটদের বিশ্বকাপ জয়ের আনন্দে মাতোয়ারা হয় জার্মানির কিশোররা। ম্যাচের শেষ দিকে ৪০ মিনিটেরও বেশি সময় একজন কম নিয়ে খেলেও ফ্রান্সকে হারিয়ে দিল জার্মানির কিশোররা। বয়সভিত্তিক ফুটবলের এই পর্যায়ে এবারই প্রথম বিশ্ব সেরার মুকুট মাথায় তুলল তারা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক১১০
Discussion about this post