নিজস্ব প্রতিবেদকঃ কাল থেকে পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। তবে নতুন আসরকে ঘিরে অব্যবস্থাপনা যেন থামছেই না। সমালোচনা-বিতর্ক চলছে চারিদিকে। সবচেয় বেশি আলোচনায় ডিআরএস। এবারের বিপিএলেও ডিআরএসের ব্যবস্থা করতে পারছে না বিপিএল গভর্নিং কাউন্সিল।
শুধুমাত্র ফাইনাল ও প্লে অফের ম্যাচগুলোতে ডিআরএসের ব্যবস্থা করতে পেরেছে বিপিএল কর্তৃপক্ষ। এই ডিআরএস না থাকার কারণ ব্যাখ্যা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিইও নিজামউদ্দিন চৌধুরি সুজন। জানিয়েছেন ডিআরএসের সরঞ্জাম আছে বাংলাদেশে। তবে এটা চালানোর মতো দক্ষ লোক নেই। অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগ ও আন্তর্জাতিক সিরিজ চলার অজুহাত দিয়েছেন তিনি।
নিজামউদ্দিন চৌধুরি সুজন বলেন, ‘২-৩ মাস আগে আমাদের প্রোডাকশন টিম জানায় বিষয়টি। এরপর আমরা আমাদের জায়গা থেকে ডিআরএস আনার সব চেষ্টা করেছি। আইসিসির সাথেও এই নিয়ে যোগাযোগ করেছি। কোনো কারণে সেটা সম্ভব হয়নি আনা। কেননা একই সময়ে বেশ কিছু আন্তর্জাতিক ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি লিগও চলছে। এর কারণেই ডিআরএস আনতে পারিনি আমরা।’
নিজামউদ্দিন চৌধুরি আরও বলেন, ‘আমাদের কিছু সীমাবদ্ধতা ছিল। যার কারণে প্রোডাকশন হাউস সেটা আনতে পারেনি। আমরা এটা জানার পর, নিজদের পক্ষ থেকে চেষ্টা করেছি। কিন্তু এই মূহুর্তে যারা ডিআরএস সার্ভিস দিয়ে থাকে, তাদের যথেষ্ট জনবল নেই। ভারত সিরিজের পর থেকে ডিআরএসের সরঞ্জাম পড়ে আছে। তবে চালানোর লোক নেই।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post