স্পোর্টস ডেস্ক:: চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৪তম আসরে প্রতিশোধ নিয়ে চ্যাম্পিয়ন হলেন শাহজালাল। কক্সবাজারের তারেকুল ইসলাম জীবনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার শাহজালাল বলী।
গত বছর ১১৩তম আসরে কক্সবাজারের জীবনের কাছে হেরে রানার্সআপ হয়েছিলেন কুমিল্লার শাহজালাল। এবার গত আসরের পুরনো প্রতিশোধ নিলেন তিনি। ১১৪তম আসরের চ্যাম্পিয়ন শাহজালাল।
চট্টগ্রাদের ঐতিহ্যবাহী লারদীঘি ময়দানে মঙ্গলবার জব্বারের বলীখেলার আসর বসেছিলো মঙ্গলবার বিকেলে। ফাইনালে মুখোমুখি হয়ে ছিলেন জীবন ও শাহজালাল। সাত মিনিটেই জীবনকে হারিয়ে চ্যাম্পিয়ন হন শাহজালাল।
তবে শাহজালাল আগেও চ্যাম্পিয়ন হয়েছেন বলীখেলার। ২০২২ সালে জীবনের কাছে হেরে রানার্সআপ হওয়ার আগের মৌসুমেরও চ্যাম্পিয়ন ছিলেন তিনি। এবার হারানো মুকুট পুনরুদ্ধার করলেন এই বলী খেলোয়াড়।
১১৪ বছর আগে ১৯০৯ সালে চট্টগ্রামের আব্দুল জব্বার সত্তদাগর শুরু করেছিলেন এই খেলা। উদ্দেশ্যে ছিলো ব্রিটিশবিরোধী আন্দোলনে যুব সমাজকে একত্রিত করা। গত আসরে ১০০ জন কুস্তিগির অংশ নিলেও এবার অংশ নেন ১১৪ জন।
শাহজালাল চ্যাম্পিয়ন, জীবন রানার্সআপের ১১৪তম আসরে তৃতীয় হয়েছেন খাগড়াছড়ির সৃজন চাকমা। চতুর্থ হয়েছে চট্টগ্রামের আব্দুর নুল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post