স্পোর্টস ডেস্কঃ সাকিব আল হাসানের ব্রেকথ্রু পেয়েছে বাংলাদেশ। ডেভন কনওয়ে-কেন উইলিয়ামসনের জমে যাওয়া জুটির ভাঙন ধরালেন বাংলাদেশ অধিনায়ক। নিউজিল্যান্ডের ওপেনার সাকিবের বলে রিভার্স সুইপের চেষ্টা করেন। তবে সফল হয়নি সেই শট।
সাকিবের বল ব্যাটে ছোঁয়াতে পারেন নি কনওয়ে। আম্পায়ার কুমার ধর্মসেনা আউট দিলে রিভিউ নেন কনওয়ে। তবুও বাঁচেননি এলবিডব্লিউ থেকে। ৮০ রানের জুটি ভেঙেছে ২১তম ওভারের প্রথম বলে। টাইগাররা পেয়েছে দ্বিতীয় উইকেটের দেখা। ২১ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ১০০।
২৪৬ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে তৃতীয় ওভারে চতুর্থ বলে খোঁচা মেরে বসেন রাচিন রবীন্দ্র। সহজ ক্যাচ নিতে কোনো ভুল হয়নি উইকেটকিপার মুশফিকুর রহিমের। ১৩ বলে দুই চারে রবীন্দ্র করেন ৯ রান। ৩ ওভারে নিউ জিল্যান্ডের রান ১ উইকেটে ১২। এর আগে ব্যাট করে ২৪৫ রানের মাঝারি পুঁজি পায় বাংলাদেশ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post