স্পোর্টস ডেস্কঃ আইপিএলের চলতি আসরে এখনো জয়ের মুখ দেখে নি দিল্লি ক্যাপিটালস। টানা দুই হারে এবারের আসর শুরু করা দিল্লি শনিবার মাঠে নেমেছে রাজস্থান রয়্যালসের বিপক্ষে। গোয়াহাটিতে দিনের প্রথম ম্যাচে টস জিতেছে দিল্লি। দলটির অধিনায়ক ডেভিড ওয়ার্নার টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন।
গত ম্যাচে হারের পর এবার বেশ কিছু পরিবর্তন নিয়ে মাঠে নামছে দিল্লি। ব্যক্তিগত কারণে এই ম্যাচে নেই মিচেল মার্শ। বিয়ে করতে অস্ট্রেলিয়া ফিরে গেছেন এই অজি অলরাউন্ডার। তার পরিবর্তে একাদশে ফিরেছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার রোভম্যান পাওয়েল। প্রথম দুই ম্যাচে ব্যর্থ হলেও একাদশে জায়গা ধরে রেখেছেন রাইলি রুশো।
ওপেনিংয়ে পরিবর্তন এনেছে দিল্লি। একাদশে জায়গা হয়নি পৃথ্বী শ’র। এই ওপেনার হয়তো ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যাটিং করতে নামতে পারেন। একাদশ থেকে ছিটকে গেছেন আমান খান এবং সরফরাজ খান। এই দুজনের পরিবর্তে সুযোগ মিলেছে মানিশ পান্ডে এবং ললিত যাদবের।
দিল্লির প্রথম দুই ম্যাচের একাদশে ছিলেন না বাংলাদেশের ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। আজকেও একাদশে জায়গা হয়নি তার। তিনটি পরিবর্তন নিয়ে নামলেও মুস্তাফিজের মাঠে নামা হলো না। বিদেশী পেসার হিসেবে খেলছেন অ্যানরিখ নরকিয়া। যদিও দিল্লি সবশেষ ম্যাচে খুব একটা ভালো বোলিং করেন নি দক্ষিণ আফ্রিকার এই পেসার।
দিল্লি ক্যাপিটালস একাদশ: ডেভিড ওয়ার্নার, মনীশ পান্ডে, রাইলি রুশো, রোভম্যান পাওয়েল, ললিত যাদব, অক্ষর প্যাটেল, অভিষেক পোরেল, অ্যানরিখ নরকিয়া, খলিল আহমেদ, কুলদীপ যাদব ও মুকেশ কুমার।
রাজস্থান রয়্যালস একাদশ: জস বাটলার, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, রিয়ান পরাগ, শিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, জেসন হোল্ডার, ট্রেন্ট বোল্ট, সন্দীপ শর্মা ও যুজবেন্দ্র চাহাল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post