স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বৃহস্পতিবার রাতে পাঞ্জাব কিংসের বিপক্ষে দারুণ জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ৯ রানের রোমাঞ্চকর জয়ের রাতে অবশ্য শাস্তি পেয়েছেন দলটির অধিনায়ক হার্দিক পান্ডিয়া। স্লো ওভার রেটের কারণে জরিমানা গুণতে হয়েছে এই তারকাকে।
এক বিবৃতিতে আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, হার্দিককে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে। আসরে প্রথমবার এই ভুল করায়, এই শাস্তি দেওয়া হয়েছে। ভবিষ্যতে এমনটা হলে, বাড়বে জরিমানার পরিমাণ। ম্যাচ শেষে রেফারির সিদ্ধান্ত মেনে নেওয়ায়, আলাদা করে শুনানির প্রয়োজন পড়েনি।
এই স্লো ওভার রেটের কারণে ম্যাচের মধ্যেও ভোগান্তি পোহাতে হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সকে। ইনিংসের একেবারে শেষ দুই ওভারে বাউন্ডারি লাইনে একজন কম ফিল্ডার রাখতে হয়েছে। পাঁচ জনের জায়গায় চার জন রাখতে পেরেছে দলটি। যেটিতে কি-না হারের শঙ্কা জেগেছিল। তবে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়তে পেরেছে দলটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post