নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ওয়ানডেতে দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি লড়াইয়ে নেমেছিল ইস্ট জোন ও নর্থ জোন। নিজেদের প্রথম ম্যাচে সাউথকে হারালেও, এই ম্যাচে হেরে গেছে নর্থ জোন। তাদেরকে ৬২ রানের বড় ব্যবধানে হারিয়েছে ইস্ট জোন। আসরে এটি ইস্টের প্রথম জয়। এর আগে প্রথম রাউন্ডে সেন্ট্রালের কাছে হেরেছিল তারা।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম গ্রাউন্ড-২’এ টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪৯.২ ওভারে ২৭৯ রানে অলআউট হয়ে পড়ে ইস্ট জোন। দলের পক্ষে দারুণ এক সেঞ্চুরি হাঁকান মাহমুদুল হাসান জয়। ১২৮ বলে ১১ বাউন্ডারি ও ১ ছক্কায় ১১২ রানের ইনিংস খেলেন তিনি। ৩০ রান আসে ওপেনার পারভেজ হোসেন ইমনের ব্যাট থেকে। ২৯ রান করেন অধিনায়ক ইরফান শুক্কুর।
নর্থ জোনের হয়ে নাহিদ রানা, নাহিদুল ইসলাম ও তাইবুর রহমান ২টি করে উইকেট শিকার করেন।
২৮০ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে ৪০.৫ ওভারেই ২১৭ রানেই গুঁটিয়ে যায় নর্থ জোনের ইনিংস। দলের পক্ষে কেউ বড় ইনিংস খেলতে পারেননি। সর্বোচ্চ ৫১ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় ৪৬ রান করেন প্রীতম কুমার। ওপেনার আব্দুল্লাহ আল মামুন ৫৪ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় ৪০ রান করেন। প্রীতম ও মামুন দুজনই আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ছিলেন। অধিনায়ক আকবর আলি ৩৮ রান করেন।
ইস্ট জোনের হয়ে ৩টি উইকেট শিকার করেন পেসার রেজাউর রহমান রাজা। এছাড়া খালেদ আহমেদ, নাসুম আহমেদ ও নাঈম হাসান ২টি করে উইকেট শিকার করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post