স্পোর্টস ডেস্কঃ করাচি পৌঁছেই পেশোয়ার জালমির হয়ে চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে মাঠে নেমে গেছেন সাকিব আল হাসান। বুধবার আসরে প্রথম ম্যাচেই জয় পেয়েছে পেশোয়ার। করাচি কিংসের বিপক্ষে ২ রানের রোমাঞ্চকর জয় পেয়েছে সাকিব-বাবররা।
ন্যাশনাল স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৯৯ রান করে পেশোয়ার। সেভাবে ব্যাটিং করার সুযোগ পাননি সাকিব। সাতে নেমে মাত্র ১ বল খেলে তিনি ১ রান করেন। পরে বল হাতে দারুণ শুরু করলেও ৩ ওভারে ৩২ রান খরচ করেন বাঁহাতি এই ক্রিকেটার।
২০০ রান তাড়ায় নামা করাচি পাওয়ার প্লে-তে সাকিবের করা এক ওভার থেকে মাত্র ৩ রান নিতে পারে। বুদ্ধিদীপ্ত বোলিং করেন এই স্পিনার। নিজের দ্বিতীয় ওভারে ৮ রান খরচ করেন তিনি। তবে নিজের তৃতীয় ও ইনিংসের ১৩তম ওভারে বেশ খরুচে বোলিং করেন সাকিব। ২১ রান দিয়ে বসেন সেই ওভারে।
শুধু সাকিব নন, পেশোয়ারের অন্য বোলাররাও রান বিলিয়েছেন দেদারসে। ২ উইকেট নিলেও ৪ ওভারে ৩৪ রান দিয়েছেন ওয়াহাব রিয়াজ। খুররাম শেহজাদ ৪ ওভারে ৪৭ রান দিয়ে থেকেছেন উইকেটশূন্য। তবে আঁটসাঁট বোলিং করেছেন জিমি নিশাম। ৪ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন কিউই এই অলরাউন্ডার।
টম কোহলার-ক্যাডমোরের ৫০ বলে ৯২ ও অধিনায়ক বাবর আজমের ৪৬ বলে ৬৮ রানের সুবাদে এ দিন ৫ উইকেটে ১৯৯ রান করে পেশোয়ার। জবাবে ইমাদ ওয়াসিমের ৪৭ বলে অপরাজিত ৮০ রানের দুর্দান্ত ইনিংসের পরও ৫ উইকেট হারিয়ে ১৯৭ পর্যন্ত যেতে পারে করাচি।
লক্ষ্য তাড়া করতে নেমে ৪৬ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে কিছুটা খেই হারায় করাচি। তবে শোয়েব মালিক ও ইমাদ ওয়াসিম মিলে ৭৪ বলে ১৩১ রানের জুটি গড়ে করাচিকে জয়ের খুব কাছে নিয়ে যান। তাদের এই জুটি ভাঙে মালিকের বিদায়ে। ৩৪ বলে ২ ছক্কা ও ৪ চারে ৫২ রান করে মালিক ১৯তম ওভারে আউট হয়ে গেলে ম্যাচটা কঠিন হয়ে যায় করাচির জন্য। শেষ ওভারে জয়ের জন্য ১৬ রান দরকার ছিল করাচির। খুররামের ওভারে সেই রান নিতে পারে নি দলটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post