স্পোর্টস ডেস্কঃ শেষের গোলে জয়ে ফিরল ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগে শনিবার ফুলহ্যামের মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে এরিক টেন হাগের দল। ১-০ গোলে জিতেছে তারা। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ব্যবধান গড়ে দেন অধিনায়ক ব্রুনো ফের্নান্দেস। এই পর্তুগিজ ফরোয়ার্ডের গোলই ম্যাচের ব্যবধান গড়ে দেয়।
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দুই হারের পর জয়ে ফিরল ম্যান ইউ। এর আগে প্রিমিয়ার লিগ ও লিগ কাপে হেরেছিল তারা। প্রিমিয়ার লিগ ডার্বিতে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৩-০ গোলে উড়ে যাওয়ার পর একই ব্যবধানে নিউক্যাসল ইউনাইটেডের কাছে হেরে লিগ কাপ থেকে ছিটকে পড়ে ইউনাইটেড। এবার তারা জয়ে ফিরল।
ক্রাভেন কটেজে প্রথমার্ধে কোনো গোল হয় নি ফুলহ্যাম-ম্যান ইউ ম্যাচে। ম্যাচের একেবারে শেষ দিকে গোল করেন ফের্নান্দেস। যোগ করা সময়ে ফুলহ্যামের ভুল পাস থেকেই বল পেয়ে যান তিনি। জোরাল নিচু শটে ম্যাচের ভাগ্য গড়ে দেন এই পর্তুগিজ মিডফিল্ডার। তাতে ১১ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ষষ্ঠ স্থানে উঠেছে ম্যান ইউ।
দিনের আরেক ম্যাচে সিটি উড়িয়ে দিয়েছে এফসি বোর্নমাউথকে। ইতিহাদ স্টেডিয়ামে ৬-১ গোলে জিতেছে তারা। জোড়া গোল করেন বের্নার্দো সিলভা। দলের বাকি চার গোলদাতা জেরেমি ডোকু, মানুয়েল আকনজি, ফিল ফোডেন ও নাথান আকে। বোর্নমাউথের একমাত্র গোলদাতা লুইস সিনিস্তেরা। ১১ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে সিটি। এক ম্যাচ কম খেলা টটেনহ্যাম হটস্পার্স ২৬ পয়েন্ট নিয়ে নেমে গেছে দ্বিতীয় স্থানে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post