স্পোর্টস ডেস্ক::জয় দিয়ে প্রিমিয়ার লিগ শুরু করলো ম্যানচেস্টার ইউনাইটেড। এরিক টেন হাগের দল মৌসুমের প্রথম ম্যাচে হারিয়েছে উলভারহাম্পটন। রাতের ম্যাচে রাফায়েল ভারানের গোলে ম্যানইউ ১-০ ব্যবধানে জয় পেয়েছে।
উলভারহাম্পটনকে হারাতে ম্যানচেস্টার ইউনাইটেডকে অপেক্ষা করতে হয়েছে অনেক সময়। প্রথমার্ধে গোল করতে পারেনি টেন হাগের দল। প্রতিপক্ষও তার দলের জালের খুঁজ পায়নি। গোল শুন্য সমতায় তাই শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য মারিয়া হয়ে উঠে ম্যানইউ। তবে কাঙ্খিত গোলের দেখা মিলছিলো। দুই দলের লড়াইও হচ্ছিলো প্রায় সমানে সমান। ম্যাচে ৫১.৩ শতাংশ সময় বলের নিয়ন্ত্রনছিলো এরিকের দলের কাছে। ৪৮.৭ শতাংশ সময় উলভারহাম্পটন বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে।
অবশেষে ম্যাচের ৭৬তম মিনিটে ম্যানইউ লিড নেয়। রাফায়েল ভরানের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় দলটি। পিছিয়ে পড়া উলভারহাম্পটন আর ম্যাচে ফিরতে পারেনি। গোল শোধে ব্যর্থ হয়ে হার দিয়ে মৌসুম শুরু করতে হলো তাদেরকে। ১-০ গোলের জয়ে নতুন মৌসুম শুরু হলো ইউনাইটেডের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post