নিজস্ব প্রতিবেদকঃ বিপিএলের শেষ ম্যাচে জয় পেয়েছে সিলেট স্ট্রাইকার্স। শুক্রবার নিজেদের শেষ ম্যাচে খুলনা টাইগার্সকে বড় ব্যবধানে হারাল মোহাম্মদ মিঠুনের দল। আগে ব্যাট করে ১২৮ রান করে খুলনা। জবাব দিতে নেমে ৬ উইকেটের বড় জয় পায় সিলেট।
রান তাড়া করতে নেমে ৬ রানের মাথায় ২ উইকেট হারিয়ে ফেললেও নাজমুল হোসেন শান্ত ও ইয়াসির আলির ব্যাটে ঘুরে দাঁড়ায় সিলেট। তৃতীয় উইকেটে দুজনে মিলে গড়েন ৭০ রানের জুটি। ৩৭ বলে ৩৯ রান করে শান্ত বিদায় নেন আরিফ আহমেদের ওভারে।
ইয়াসির হাল ধরে রেখেছিলেন অনেকক্ষণ। জেসন হোল্ডারের ওভারে বিদায় নেওয়ার আগে তিনি করেন ৪৬ রান। তার ইনিংসে ছিল ৪টি চার ও ২টি ছয়ের মার। তাকে সঙ্গ দেওয়া মোহাম্মদ মিঠুন শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১৯ রানে। তার সঙ্গে ১২ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন বেনি হাওয়েল।
এর আগে অধিনায়ক এনামুল হক বিজয় আউট হন ১০ রান করে। খুলনার উদ্বোধনী জুটি ভাঙে ২৫ রানে। তবে, ওপেনিংয়ে নামা আফিফ হোসেনের ব্যাট থেকে আসে হাফসেঞ্চুরি। ৩৫ বলে ৫২ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি। খুলনার পক্ষে ম্যাচে এটিই ব্যক্তিগত সর্বোচ্চ রান। আফিফের পর খুলনার পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান আসে ওয়েইন পারনেলের ব্যাট থেকে। দলের বাকিরা ব্যাট ব্যর্থই হয়েছেন বলা চলে।
সিলেটও করেছে নিয়ন্ত্রিত বোলিং। সবমিলিয়ে ১২৮ রানে থামিয়ে দেয় খুলনাকে। সিলেটের পক্ষে চার ওভারে মাত্র ১৫ রান দিয়ে তিন উইকেট শিকার করেন বেনি হাওয়েল। তানজিম সাকিব ও শফিকুল ইসলাম পান দুটি করে উইকেট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post