স্পোর্টস ডেস্কঃ দক্ষিণ আফ্রিকায় নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে উড়াল দেওয়ার আগে সেমি ফাইনালের প্রত্যাশা করেছিল বাংলাদেশ দল। গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ হেরে আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে টাইগ্রেসদের। নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার নিয়ম রক্ষার শেষ ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ দল।
মঙ্গলবার রাতে নিগার সুলতানা জ্যোতির দলের প্রতিপক্ষ স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। কেপ টাউনে বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ম্যাচটি। ইতিমধ্যেই বিদায় নিশ্চিত, তাই এই ম্যাচ জিতে আসর শেষ করতে চান বাংলাদেশ অধিনায়ক জ্যোতি। জানিয়েছেন দলগতভাবে পারফর্ম করতে না পারাই, ব্যর্থতার মূল কারণ।
জ্যোতি বলেন, ‘আমরা এখনও একটা ম্যাচ জিততে পারিনি। তবে একটা সুযোগ এখনও আছে। আমরা জানি দল হিসেবে পারফর্ম করতে পারিনি। ব্যক্তিগতভাবে কেউ কেউ পারফর্ম করেছে। দল হিসেবে পারফর্ম না করলে জেতা কঠিন। ছোটখাট কিছু ভুল করেছি, যার মূল্য আমাদের দিতে হয়েছে।’
জ্যোতি আরও বলেন, ‘আমরা যদি সব ভুল থেকে শিক্ষা নিই, তাহলে আমরা শেষ ম্যাচে ভালো খেলতে পারি। আমার মনে হয় দক্ষিণ আফ্রিকা চাপে থাকবে, আমাদের কোনো চাপ নেই। আমরা যদি চাপ ছাড়া ক্রিকেট খেলতে পারি, তাহলে ম্যাচটাতে ভালো করতে পারব।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post