স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারার ম্যাচে জরিমানার কবলে পড়েছেন আফগানিস্তান দলের কোচ জোনাথন ট্রট ও অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই। সিলেটে গতকাল দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্টি প্রকাশ করেন ট্রট। আর টাইগার ব্যাটার তাওহিদ হৃদয়কে আউট করার পর অশোভন আচরণ করেছিলেন ওমরজাই।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টি বাঁধায় ১৭ ওভারে নেমে আসা ম্যাচে আম্পায়াররা খেলা শুরুর সিদ্ধান্ত নিলে তাদের সঙ্গে তর্ক করেন ট্রট। আম্পায়ারদের অনুরোধ করছিলেন খেলা আরও দেরিতে শুরু করতে। ট্রটের এই আচরণে আইসিসির আচরণবিধি ২.৮ লঙ্ঘন হওয়ায় জরিমানা করেছে আইসিসি।
এদিকে ওমরজাইয়ের অশোভন আচরণে আইসিসির কোড অব কন্ডাক্টের ২.৫ অনুচ্ছেদ ভঙ্গ হয়েছে। এর ফলে তাকে জরিমানা করা হয়েছে। আফগান দলের এই দুজনকে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। শুধু জরিমানাতেই পার নয়, ওমরজাই ও ট্রটের নামের পাশে যুক্ত হচ্ছে একটি করে ডিমেরিট পয়েন্ট। গত ২৪ মাসের মধ্যে এবারই প্রথম কোনো ডিমেরিট পয়েন্ট পেলেন তারা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post