স্পোর্টস ডেস্ক:: টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো আফগানিস্তান সুযোগ পেয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার। ভারতের নয়াদিল্লীর নইদাকে হোম ভেন্যু বানিয়ে সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র ঐতিহাসিক টেস্ট ম্যাচটি খেলছে আফগানরা।
তবে নিজেদের ক্রিকেট ইতিহাসে এমন গুরুত্বপূর্ণ ম্যাচের প্রথম দিন মাঠে নামতে পারেননি আফগানিস্তানের ক্রিকেটাররা। বৃষ্টির পেটে গেছে টেস্টের প্রথম দিনের পুরোটাই। আম্পায়াররা টসটাও পর্যন্ত করতে পারেননি।
ভারতের নয়াদিল্লির নইদাকে হোম ভেন্যু বানিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট আয়োজন করেছিল আফগানিস্তান। নইদাতে টানা বৃষ্টিপাত হচ্ছে গত কয়েক দিন থেকে। এর ধারাবাহিকতায় আজও প্রচুর বৃষ্টি হয়েছে।
বেরসিক বৃষ্টির কারণে আফগানিস্তানের ক্রিকেটাররা নিউজিল্যান্ডের ক্রিকেটারদের মুখোমুখি হয়েও হতে পারেননি। বাকী চার দিনে খেলা মাঠে গড়াবে কিনা তা নিয়েও শঙ্কা আছে বেশ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০