নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় ক্রিকেট লিগে প্রথম রাউন্ডের ম্যাচে সেঞ্চুরির দেখা পেয়েছেন জাকির হাসান। সিলেট বিভাগের অধিনায়ক শুক্রবার ঢাকা মেট্রোর বিপক্ষে ১০৪ রানের ইনিংস খেলেছেন। ফিফটি হাঁকিয়েছেন জাকের আলী অনিকও। তাতে দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ২ রানে এগিয়ে জাকির হাসানের সিলেট।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুই নম্বর মাঠে ঢাকা মেট্রোর ২৪৩ রানের বিপরীতে ৮ উইকেটে স্বাগতিক সিলেটের সংগ্রহ ২৪৫ রান। জাকের অপরাজিত আছেন ৫১ রানে। তাঁকে সঙ্গ দেওয়া খালেদ আহমেদ অবশ্য রানের খাতা খোলতে পারেন নি এখনও। আগামীকাল আবার এই দুই ব্যাটার ব্যাট করতে নামবেন।
ঢাকার পেসার আবু হায়দার রনির বলে বাউন্ডারি হাঁকিয়ে প্রথম শ্রেণির ক্যারিয়ারের ১৫তম সেঞ্চুরি করেন জাকির। ৯৮ রানের মাথায় অবশ্য পায়ের পেশিতে টান লাগায় মাঠ ছেড়ে যান তিনি। পরে সপ্তম উইকেট পড়ার পর ফের ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই চার হাঁকিয়ে তিন অঙ্কের ঘরে পৌঁছান বাঁহাতি এই ওপেনার।
সেঞ্চুরির পর অবশ্য আর বেশিক্ষণ টিকতে পারেন নি জাকির। ১১ চার ও ২ ছক্কায় ১৪৬ বলে ১০৪ রান করে আউট হন তিনি। এদিকে সিলেটের বাকি ব্যাটারদের ব্যর্থতার ভিড়ে একপ্রান্ত আগলে জাকের পেয়েছেন ফিফটি। দিন শেষে ৫১ রানে অপরাজিত রয়েছেন এই উইকেটকিপার ব্যাটার।
এর আগে ওপেনার তৌফিক খান তুষার ৩১ রান করে আউট হন। মিজানুর রহমান সায়েম করে ২৫ রান। ঢাকা মেট্রোর হয়ে ২টি করে উইকেট নিয়েছেন আবু হায়দার রনি, কাজী অনিক ইসলাম ও আরিফ আহমেদ। প্রথম ইনিংসে সাদমান ইসলাম ও নাঈম ইসলামের ফিফটিতে ২৪৩ রান করে ঢাকা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post