নিজস্ব প্রতিবেদক:: জাকির হাসানের কারিয়ার সেরা ইনিংসে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের সুপার লিগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ১১১ রানের বড় ব্যবধানে হারিয়েছে শাইন পুকুর ক্রিকেট ক্লাবকে।
জাকিরের দেড়শো উর্ধ্ব ইনিংসে বৃথা গেছে শাইন পুকুরের অমিতের সেঞ্চুুরি। আগে ব্যাট করা প্রাইম ব্যাংক জাকিরের সেঞ্চুরিতে ৩৪১ রান তুলে। জবাবে খেলতে নামা শাইন ফুকুর ২৩০ রানে থামে।
বিকেএসপিতে আগে ব্যাট করতে নামা প্রাইম ব্যাংকের শুরুটা মোটেও ভার হয়নি। ওপেনার তামিম ফিরেন ২ রানে। আরেক ওপেনার শাহাদত দীপুও ফিরেন ব্যক্তিগত ৩৭ রানে। তিনে নামা জাকির হাসান এক প্রান্তে নিজের মতো করে ব্যাট চালাতে থাকেন।
ইনিংসের ৪৯তম ওভারে থামার আগে জাকির খেলেন লিস্ট ‘এ’ ক্রিকেটে ক্যারিয়ার সেরা ইনিংস। দলীয় ৩১৪ রানের মাথায় সাজঘরে ফেরার আগে নামের পাশে যোগ করেন ১৫৮ রান। ১৩২ বলে বার ছক্কা ও আট চারে সাজান শৈল্পিক ইনিংসটি। এছাড়াও হাফ সেঞ্চুরি করেছেন মোহাম্মদ মিঠুনও। তিনটি করে চার ও ছক্কায় ৫৭ বলে ৫৪ রান করেছেন তিনি। সাব্বির রহমানের ৪০ রানে সাত উইকেটে ৩৪১ রানে থামে দলটি।
শাইন পুকুরের হয়ে তুষার ও আকবর দু’টি করে উইকেট লাভ করেন।
৩৪২ রানের টার্গেটে ব্যাট করতে নামা শাইন পুকুর অমিতের সেঞ্চুরির পরও জিততে পারেনি। দুই ওপেনার খালিদ হাসান ৪ ও জিসান আলম ১ রানে ফেরার পর তিনে নামা অমিত হাসান শতক হাঁকিয়ে অপরাজিত থাকেন। তবে দলের বড় হার এড়াতে পারেননি। এগারো চার ও দুই ছক্কায় ১২৩ বলে ১০৪ রান করে অপরাজিত থাকেন তিনি।
অমিতের সেঞ্চুরি ছাড়া শাইন পুকুর আর একটি ফিফটিও পায়নি। দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করেন মোহাম্মদ ইলিয়াস। অধিনায়ক আকবর করেন ১০ রান। ২৭ রান করেন ইরফান শুক্কুর। ৪৬.৩ ওভারে ২৩০ রানে থামে দলটি।
প্রাইম ব্যাংকের হয়ে হাসান মাহমুদ ৪টি ও নাজমুল অপু ৩টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম.নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post