নিজস্ব প্রতিবেদকঃ শ্রীলঙ্কার বিপক্ষে ঘোষিত টি-টোয়েন্টি দলের প্রকাশ্য সমালোচনা করলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। লঙ্কানদের বিপক্ষে জাকের আলির জাতীয় দলে ডাক না পাওয়া প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই কোচ। প্রশ্ন তুললেন তিনি দল নির্বাচনের প্রক্রিয়া নিয়ে।
সালাউদ্দিন বললেন, ‘তারা কী বুঝে দল বানায়, আমি বুঝি না। আপনি যেটা বললেন, সেটাই হতে পারে। হয়তো রান দেখে…ওপরের দিকে অনেক রান করেছে। দলে নিয়ে নিয়েছি।’ মিডল অর্ডার উইকেটরক্ষক ব্যাটার জাকেরের দায়িত্বশীল ব্যাটিং নজর কেড়েছে চলতি বিপিএলে। এই জাকেরকে আসন্ন শ্রীলঙ্কা সিরিজের টি-টোয়েন্টি দলে প্রত্যাশা করেছিলেন সালাউদ্দিন। সুযোগ না পাওয়ায় সালাউদ্দিন মন্তব্য করেন, জাকের কালো বলে তাকে ক্রিকেট বোর্ডও দেখে না!
সালাউদ্দিন বলেন, ‘জাকেরের কথাটা সবসময় আপনারা ভুলে যান, আপনারা কেউ কিন্তু আসলে কখনোই জিজ্ঞেস করেন না। ছেলেটার হয়ত চেহারা একটু কালো, এই কারণে আমার মনে হয় বোর্ডও তাকে দেখে না ঠিকমতো। আপনারা ছয় নম্বর, সাত নম্বরে প্লেয়ার খোঁজেন। এই ছেলেটা লাস্ট কয়েকটা ম্যাচ থেকে খুবই ভালো খেলতেছে। তার স্ট্রাইক রেট যদি দেখেন, আর সে প্রতিটা দিনই আমাদের গুরুত্বপূর্ণ সময়ে রানটা করে দিতেছে এবং সে অনেক সেন্সিবল।’
এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে ঘোষিত দলে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয়, নাঈম শেখ ও তাইজুল ইসলাম। নিশ্চিতভাবেই বিপিএলের পারফরম্যান্সই বড় কারণ সেখানে। সবাই বেশ ফর্মে রয়েছে। তবে রিয়াদের ফেরার লড়াইটা একটু আলোচনারই ছিল। চোট কাটিয়ে দলে ফিরেছেন তাসকিন আহমেদও। নিউজিল্যান্ড সফরের দল থেকে বাদ পড়েছেন শামীম পাটোয়ারি, আফিফ হোসেন ধ্রুব ও তানভীর ইসলাম।
এছাড়া নেই সাকিব আল হাসানও। নাজমুল হোসেন শান্তকে পূর্ণাঙ্গভাবে অধিনায়ক করার পর এই প্রথম টি-টোয়েন্টি দল এটি। আগামী ১ মার্চ বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৪ মার্চ থেকে। সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে ৬ মার্চ ও ৯ মার্চ। সবগুলো ম্যাচই হবে লাক্কাতুরার ২২ গজে।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, নাঈম শেখ, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও আলিস আল ইসলাম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post