স্পোর্টস ডেস্ক:: পাকিস্তানকে ধবলধোলাই করে পুরস্কার হিসেবে ৩ কোটি ২০ লাখ টাকা পাচ্ছে জাতীয় দল। আগামিকাল শনিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ক্রিকেটারদের হাতে এই পুরস্কারের অর্থ তুলে দেবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
প্রতিটি টেস্ট, ওয়ানডে ও টি-২০ জয়ের জন্য বিসিবি ক্রিকেটারদের পুরস্কার বা বোনাস দিয়ে থাকে। সিরিজ জয় হলেও একই পুরস্কার থাকে। তবে সেটা ম্যাচ জয় থেকে অনেক বেশি হয়ে থাকে।
প্রথমবারের মতো পাকিস্তানকে দুই টেস্টের সিরিজ হারানো এবং বড় ব্যবধানে জয়ের জন্য এবার জাতীয় দলকে ৩ কোটি ২০ লাখ টাকা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শনিবার সেই টাকাই ক্রীড়া উপদেষ্টা ক্রিকেটারদের হাতে তুলে দেবেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০