স্পোর্টস ডেস্কঃ আসন্ন আইপিএলের পুরো আসরে খেলবেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। দলটির প্রধান কোচ গ্যারি স্টেড বিষয়টি নিশ্চিত করেছেন। আইপিএল চলাকালীন শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড। দু’দলের ওয়ানডে সিরিজটি শুরু হবে আগামী ২৫ মার্চ থেকে। আর টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে ২ এপ্রিল। তবে এই সিরিজ দুটিতে থাকছেন না আইপিএলে দল পাওয়া কিউই ক্রিকেটাররা। পরিবর্তে ৩১ মার্চ থেকে শুরু হওয়া ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগে খেলবেন তারা।
এবারের আইপিএলে দল পেয়েছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, টিম সাউদি, মিচেল স্যান্টনার ও ডেভন কনওয়ে। ফলে তাদের ছাড়াই লঙ্কানদের বিপক্ষে সিরিজ খেলতে নামবে ব্ল্যাক-ক্যাপসরা। ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন টম লাথাম। তবে উইলিয়ামসন-সাউদিরা পুরো সিরিজ আইপিএলের জন্য না খেললেও প্রথম ওয়ানডের স্কোয়াডে আছেন গ্লেন ফিলিপস, ফিন অ্যালেন ও লকি ফার্গুনসন। এই ক্রিকেটাররা প্রথম ম্যাচ খেলে (২৫ মার্চ) ভারতে চলে যাবেন।
নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াড-
টম লাথাম, ফিন অ্যালেন (প্রথম ওয়ানডে), টম ব্লান্ডেল, চাড বোয়েস, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান (দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে), লকি ফার্গুসন (প্রথম ওয়ানডে), ম্যাট হেনরি, বেন লিস্টার (দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে), ড্যারিল মিচেল, হেনরি নিকোলস (দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে), গ্লেন ফিলিপস (প্রথম ওয়ানডে), হেনরি শিপলি, ইশ সোধি, ব্লেয়ার টিকনার ও উইল ইয়াং।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post