স্পোর্টস ডেস্ক:: ফ্রান্স জাতীয় দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা ভেসলি ফোফানা। যদিও এই প্রথমবার না, জাতীয় দলে গত মার্চেও সুযোগ পান তিনি। তবে চোটের কারণে অভিষেক হয় নি তার। এবার অভিষেকের অপেক্ষায় এই ফুটবলার। এদিকে চোট কাটিয়ে ওঠা ওসমান দেম্বেলেও ফিরেছেন দলে। কোচ দিদিয়ের দেশম আজ ২৩ সদস্যের ফ্রান্স দল ঘোষণা করেছেন।
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে জিব্রাল্টার ও গ্রিসের বিপক্ষে দুই ম্যাচ খেলবে ফ্রান্স। ম্যাচ দুটির দলে চোটের কারণে নেই আর্সেনাল ডিফেন্ডার উইলিয়াম সালিবা, জুভেন্টাসের মিডফিল্ডার পল পগবা ও চেলসির এনগলো কন্তে। দলে ফিরলেন ক্রিস্তোফার এনকুনকু। এই ফরোয়ার্ড গত বিশ্বকাপে খেলতে পারেননি হাঁটুর চোটে। বেশ কয়েক মাস মাঠের বাইরে থাকতে হয় তাকে। ফিরে এসে সম্প্রতি দারুণ ছন্দে আছেন তিনি।
আগামী ১৬ জুন জিব্রাল্টারের মাঠে ও ১৯ জুন ঘরের মাঠে গ্রিসের বিপক্ষে খেলবে কাতার বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্স। বাছাইয়ে দুই ম্যাচে শতভাগ জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে আছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।
ফ্রান্স দল-
গোলরক্ষক: আলফোনস আরেওলা (ওয়েস্ট হ্যাম ইউনাইটেড), মাইক ম্যাগনান (এসি মিলান), ব্রাইস সাম্বা (লেন্স)
ডিফেন্ডার: অ্যাক্সেল ডিসাসি (এএস মোনাকো), ওয়েসলি ফোফানা (চেলসি), থিও হার্নান্দেজ (এসি মিলান), ইব্রাহিমা কোনাতে (লিভারপুল), জুলেস কুন্দে (বার্সেলোনা), ফেরল্যান্ড মেন্ডি (রিয়াল মাদ্রিদ), বেঞ্জামিন পাভার্ড (বায়ার্ন মিউনিখ), ডেওট উপমেকানো (বায়ার্ন মিউনিখ)
মিডফিল্ডার: এদুয়ার্দো কামাভিঙ্গা (রিয়াল মাদ্রিদ), ইউসুফ ফোফানা (মোনাকো), আন্তেনিও গ্রিজম্যান (অ্যাটলেটিকো মাদ্রিদ), আদ্রিয়েন রাবিওট (জুভেন্টাস), অরেলেন চৌমেনি (রিয়াল মাদ্রিদ)
ফরোয়ার্ড: কিংসলে কোমান (বায়ার্ন মিউনিখ), ওসমান দেম্বেলে (বার্সেলোনা), অলিভার জিরুদ (এসি মিলান), র্যান্ডাল কোলো মুয়ানি (ইনট্রাখ্ট ফ্রাঙ্কফুর্ট), কিলিয়ান এমবাপে (প্যারিস সেন্ট জার্মেই), ক্রিস্টোফার এনকুনকু (আরবি লেইপজিগ), মার্কাস থুরাম (বরুশিয়া মনশেখগ্লাদবাখ)।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post