স্পোর্টস ডেস্ক:: ধনাঢ্য শিল্প গ্রুপের মালিকানাধীন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স বিপিএলে যে কয়টি আসরে অংশ নিয়েছে চমক দেখিয়েছে। তারকা ক্রিকেটাররা খেলেছেন রংপুরের জার্সিতে। সোনালি সময়ে ক্রিস গেইল থেকে শুরু করে এবিডি ভিলিয়ার্স, নামিদামি অনেক তারকাই খেলেছেন দলটি।
কোচ নিয়োগেও বড় বড় নাম থাকে রংপুর রাইডার্সের শিবিরে। আসছে বিপিএলের জন্যও এবার বড় চমক দেখালো দলটি। এবারের মৌসুমের জন্য রংপুর রাইডার্স শিবির হাই প্রোফাইল একজন কোচকে নিয়োগ দিয়েছে। যিনি পাকিস্তান জাতীয় দলের কোচ ছিলেন, ছিলেন সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কার মতো দলের কোচও।
রংপুর রাইডার্সের ডাগআউট সামলানে মিকি আর্থার। হাই প্রোফাইল এই কোচকে এবারের আসরের জন্য কোচ নিয়োগ দিয়েছে রংপুর। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিটি একটি বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে।
মিকি আর্থার পাকিস্তান জাতীয় দলের কোচ ছিলেন। কাজ করেছেন বিশ্বের বড় দলগুলোর সাথে। বিশ্ব ক্রিকেটে তিনি একজন নামিদামি কোচ। সম্ভবত এবারের বিপিএলে তিনিই হতে পারেন সবচেয়ে হাই প্রোফাইল কোচ। বিপিএলের পুরোটা সময়ই তিনি রংপুর রাইডার্সের দায়িত্ব সামলাবেন।
বিপিএলের এবারের আসরের জন্যও অন্যদের চেয়ে ভালো দল গঠন করেছে রংপুর রাইডার্স। আছেন তারকা ক্রিকেটাররাও। অ্যালেক্স হেলস, ইফতেখার আহমেদ, খুশদিল শাহরা খেলবেন রংপুরের হয়ে। দেশী ক্রিকেটারদের মধ্যে নুরুল হাসান সোহানও থাকছেন। আছেন শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, নাহিদ রানারা।
প্রধান কোচ হিসেবে মিকি আর্থারকে নিয়োগের বিষয়টি নিশ্চিত করে রংপুর রাইডার্স তাদের পোস্টে লিখেছে, ‘রংপুর রাইডার্সে স্বাগতম প্রধান কোচ মিকি আর্থার! এমন বিশ্বমানের কোচের হাত ধরে নতুন ইতিহাস গড়তে প্রস্তুত রংপুর রাইডার্স।’
বছরের শেষ দিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের একাদশতম আসরের পর্দা উঠবে। আগামি ২৭ ডিসেম্বর শুরু হবে বিপিএলের আসর। পুরনো চার ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যোগ দিয়েছে নতুন তিন ফ্র্যাঞ্চাইজি। সাত দল লড়বে শিরোপার জন্য।
রংপুর রাইডার্স- মোহাম্মদ সাইফুদ্দিন, খুশদিল শাহ (পাকিস্তান), ইফতেখার আহমেদ (পাকিস্তান), আলেক্স হেলস (ইংল্যান্ড), মোহাম্মদ নবি (আফগানিস্তান), নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার, রাকিবুল হাসান, আকিব জাভেদ (পাকিস্তান), কার্টিস ক্যাম্ফার (আয়ারল্যান্ড), রেজাউর রহমান রাজা, ইরফান শুক্কুর, কামরুল ইসলাম রাব্বি, তওফিক খান তুষার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০