স্পোর্টস ডেস্কঃ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচ খেলতে আগামী ১৬ অগাস্ট পাকিস্তানের উদ্দেশে রওনা হওয়ার কথা বাংলাদেশ দলের। আগামী ২১ অগাস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে প্রথম টেস্ট। আর করাচিতে ৩০ তারিখ শুরু হবে পরেরটি।
এদিকে আসন্ন এই সফরের দল এখনও ঘোষণা করে নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টানা কয়েকদিন স্থগিত থাকার পর আজ থেকে শুরু হয়েছে জাতীয় দলের অনুশীলন। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে জাতীয় দলের রাডারে থাকা ক্রিকেটাররা অনুশীলনে নেমেছেন পাকিস্তান সিরিজকে সামনে রেখে। বিগত এক মাসের ছাত্র-জনতার আন্দোলন এবং প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার পদত্যাগের পর এদিনই প্রথম মিরপুরের সবুজ মাঠে পা রাখলেন ক্রিকেটাররা।
পাকিস্তান সিরিজের আগে সাকিব ব্যস্ত কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে। সেখান থেকে দেশে ফিরে পাকিস্তান যাওয়ার কথা এই অলরাউন্ডারের। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস আজ বুধবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিবের দেশে ফেরা নিয়ে বলেন, ‘দেখুন সাকিব আল হাসানের ১২ই আগস্ট পর্যন্ত এনওসি আছে। উনার ১৩ই আগস্ট দেশে আসার কথা, আমাদের কাছে রিপোর্ট করার কথা। আজকে ৭ই আগস্ট তার আরও দুই তিনটা খেলা রয়েছে। তার সাথে যোগাযোগ করব এবং তার প্ল্যানটা জানার চেষ্টা করব।’
‘গতকালকে রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী সাকিব আল হাসান এখন সংসদ সদস্য নন। উনি একজন ক্রিকেটারই রয়েছেন। প্রত্যেকটা মানুষেরই নিরাপত্তার ব্যাপার রয়েছে তো আমরা যেহেতু তার ১২ ই আগস্ট পর্যন্ত এনওসি রয়েছে। তারপরে তার বাংলাদেশ ক্রিকেট টিমের জয়েন করার কথা। সিলেকশন প্যানেল কিন্তু এখনো বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে দল ঘোষণা করেনি। বাংলাদেশের জন্য যখন উনারা দল ঘোষণা করবেন সে যদি টিমে থাকে তখন একরকম যখন টিমে না থাকবে তখন তো তার এনওসি লাগছে না।’-যোগ করেন নাফীস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০