নিজস্ব প্রতিবেদক:: সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের লিগ পর্বে ডিআরএস না থাকায় অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। সমালোচনার মুখে বিসিবি প্লে-অফ রাউন্ড থেকে ডিআরএস নিশ্চিতও করে। তবে জাতীয় দলের সিরিজ গুলোতে নিয়মিতই ডিআরএস রাখা হয়।
এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দীর্ঘ মেয়াদে ডিআরএস সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে চুক্তি করতে যাচ্ছে। বোর্ড জানিয়েছে, আগামি ২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশের জাতীয় দলের সবগুলো ম্যাচ ও ঘরোয়া আসরগুলোতে ডিআরএস রাখার জন্য প্রতিষ্ঠানটির সাথে চুক্তি করা হচ্ছে। জাতীয় দলের পাশাপাশি তাই ২০২৭ সাল পর্যন্ত বিপিএলেও নিশ্চিত হচ্ছে আম্পায়ারের সিদ্ধান্ত বিবেচনার এই আধুনিক প্রযুক্তি।
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দীন চৌধুরী সুজন সাংবাদিকদের ডিআরএস নিয়ে বলেন, ‘আপনাদের তথ্যের জন্য বলছি, ডিআরএস নিয়ে তো অনেক কথা হয়েছে, অনেক বিষয় এসেছে, আমরা চেষ্টা করবো ডিআএসে যারা…, ডিআরএস হচ্ছে আমাদের প্রডাকশনের একটা ব্যাপার। ডিসিশন মেকিংয়ে একুরেসি নিশ্চিত করা হয় এটার মাধ্যমে। আগে যখন এটা ছিল না, তখনো কিন্তুু ক্রিকেট হতো, বিশ্বকাপের মতো আন্তর্জাতিক ইভেন্টও ডিআরএস ছাড়া হয়েছে।’
২০২৭ সাল পর্যন্ত ডিআরএস সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে চুক্তি হচ্ছে জানিয়ে তিনি আরো বলেন, ‘ক্রিকেটে যখন টেকনোলোজি আসে, তখন ডিআরএসকে আইসিসি থেকে মেন্ডোটেরি করে দেওয়া হয় আইসিসি ইভেন্টে। ঘরোয়া টুর্নামেন্টে আমাদেরও চেষ্টা ছিল ডিআরএস নিশ্চিত করার। আমরা যেটা করেছিলাম, প্রোডাকশনকে দিয়েছিলাম দায়িত্ব। এ জিনিস থেকে বেরিয়ে এসেছি। লম্বা সময়ের চুক্তিতে যাচ্ছি আমরা যারা ডিআরএস প্রোভাইড করে তাদের সঙ্গে। আমাদের অন্তত ২০২৭ পর্যন্ত দীর্ঘ চুক্তি হচ্ছে। যেন বাংলাদেশে আন্তর্জাতিক ও ঘরোয়া খেলাগুলো সবগুলোতে ডিআরএসের সাহায্য পায়।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post