স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপ ও এশিয়া কাপ যৌথ বাছাইয়ে জন্য দল ঘোষণা করেছেন বাংলাদেশের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। আগামী ৬ জুন কিংস অ্যারেনায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ও ১১ জুন কাতারে লেবাননের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এই দুই ম্যাচকে সামনে রেখে দল ঘোষণা করা হয়েছে আজ। ক্যাবরেরার ঘোষিত দলে নেই গোলরক্ষক আনিসুর রহমান জিকো।
মোহামেডানের গোলরক্ষক সুজন হোসেনকে জায়গা দিতেই বাদ পড়তে হয়েছে জিকোকে। গত মার্চ উইন্ডোতে তিন জন নতুন মুখ তাজ উদ্দিন, রাহুল ও কাজেম ডাক পেয়েছিলেন। জুন উইন্ডোর দুই ম্যাচে রাহুল ও কাজেম জায়গা ধরে রাখলেও তাজউদ্দিন ছিটকে গেছেন। মোহামেডানের ডিফেন্ডার মুরাদ হোসেনও বাদ পড়েছেন। ইনজুরি কাটিয়ে তারিক আবার দলে ফিরেছেন।
বিশ্বকাপ বছাইয়ে বাংলাদেশের তৃতীয় রাউন্ডে ওঠার আশা নেই বললেই চলে। ৪ ম্যাচ খেলে কেবল ১ পয়েন্ট পেয়েছে হ্যাভিয়ের কাবরেরার দল। অন্যদিকে, ৪ ম্যাচের সবগুলো জিতে টেবিলের চূড়ায় আছে অস্ট্রেলিয়া। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে ফিলিস্তিন। ‘আই’ গ্রুপে গত নভেম্বরে অস্ট্রেলিয়ার কাছে মেলবোর্নে ৭–০ গোলে হেরেছিল বাংলাদেশ। ঢাকায় লেবাননের বিপক্ষে হোম ম্যাচটি ছিল ১–১ গোলে ড্র। মার্চে ফিলিস্তিনের বিপক্ষে নিরপেক্ষ ভেন্যু কুয়েতে অ্যাওয়ে ম্যাচে দল হেরেছিল ৫–০ গোলে। ঢাকায় হোম ম্যাচে শেষ মুহূর্তের গোলে হারে বাংলাদেশ।
বিশ্বকাপ বাছাইয়ের বাংলাদেশ স্কোয়াড:
গোলরক্ষক: মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবণ, সুজন হোসেইন।
ডিফেন্ডার: বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন, মেহেদী হাসান, তারিক রহমান কাজী, রহমত মিয়া, ইসা ফয়সল, শাকিল হোসেইন, সাদ উদ্দিন, তপু বর্মণ, সুশান্ত ত্রিপুরা।
মিডফিল্ডার: সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, মোহাম্মদ সোহেল রানা, মুজিবুর রহমান জনি, চন্দন রায়, জামাল ভূঁইয়া, সৈয়দ শাহ কাজেম কিরমানি।
ফরওয়ার্ড: শেখ মোরসালিন, রাকিব হোসেন, মোহাম্মদ আব্দুল্লাহ, শাহরিয়ার ইমন, রফিকুল ইসলাম, রাব্বি হোসেন রাহুল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post