স্পোর্টস ডেস্ক:: জাতীয় লিগকে অনেকেই পিকনিক ক্রিকেট হিসেবে আখ্যায়িত করেন। জাতীয় দলের ক্রিকেটারদের লিগ খেলতে অনিহা, তারকা ক্রিকেটারদের পিকনিক মুডে খেলা নিয়ে অনেক সমালোচনা হয়। তবে টেস্ট দলে প্রথমবার ডাক পাওয়া জাকের আলী অনিকের এই নিয়ে আক্ষেপের শেষ নেই।
ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করে টি-২০ ফরম্যাটে আগেই এসেছেন অনীক। লঙ্গার ভার্সনে নিয়মিত পারফরম্যান্স করে এবার টেস্ট দলেও সুযোগ পেয়েছেন তিনি। এরপরই আক্ষেপ জানালেন ঘরোয়া ক্রিকেটের সমালোচনা নিয়ে।
তরুণ এই উইকেটরক্ষক ব্যাটার জানিয়েছেন, তারা অনেক কষ্ট করেন ঘরোয়া লিগে খেলতে। কষ্ট করে, পরিশ্রম করেই তাদেরকে খেলতে হয়। তবুও যখন এসব সমালোচনা করা হয়, তাদের কষ্ট হয়।
‘পিকনিক’ ক্রিকেট বলায় ব্যাথিত জাকের আলী অনীক বলেন, ‘প্রথম শ্রেণির ক্রিকেট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার খুবই কষ্ট লাগে, অনেকে বলে যে, পিকনিক ক্রিকেট। এই জিনিসটা খুব কষ্ট লাগে। আমরা জানি, আমরা কতটা কষ্ট করে খেলি ক্রিকেটার হিসেবে। তাই দয়া করে এই কথাগুলো বলবেন না’
এসময় তিনি প্রথম শ্রেণীর ক্রিকেট দিন দিন উন্নতি হচ্ছে জানিয়ে বলেন, ‘আমি এই কথায় খুব দুঃখ পাই। আমি ২০১৭ সাল থেকে প্রথম শ্রেণির ক্রিকেট খেলি। আমি জানি, আমার কতটা কষ্ট হয়। একেকটা রান করতে কতটা কষ্ট হয়েছে। তাই সবার কাছে অনুরোধ থাকবে। ক্রিকেটার হিসেবে আমরা অনেক কষ্ট করি। আরও কষ্ট করব ইনশাআল্লাহ্। আমাদের প্রথম শ্রেণির ক্রিকেট দিনে দিনে উন্নতি হচ্ছে। আরও হবে’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০