স্পোর্টস ডেস্কঃ বি-লাভ ক্যান্ডির বিপক্ষে বড় ব্যবধানে হারল জাফনা কিংস। চলতি লঙ্কা প্রিমিয়ার লিগে নিজেদের চতুর্থ ম্যাচে দ্বিতীয় হার দেখল থিসারা পেরেরার দল। শনিবার আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১১৭ রান করে জাফনা। ব্যাট হাতে এদিন ব্যর্থ হয়েছেন সকল ব্যাটারই। বাংলাদেশের তাওহিদ হৃদয় করেন ২২ বলে ১৯ রান।
পাল্লেকেলে স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই আউট হন জাফনার ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। এরপর ক্রিজে আসেন হৃদয়। আসালাঙ্কা ফিরে যান দলীয় ৭ রানে। ডেভিড মিলার ও হৃদয় মিলে গড়েন ২৭ রানের জুটি। হৃদয়কে বিদায় করে দিয়ে তাদের জুটি ভাঙেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। হৃদয় ২২ বলে করেন ১৯ রান।
এরপর মিলার ও প্রিয়ামাল পেরেরা আশা দেখাচ্ছিলেন জাফনাকে। তারা আউট ১৪ রানের ব্যবধানে। মিলার ২১ ও পেরেরা ২২ রান করেন। তবে দুজনেরই ইনিংস ছিল বেশ মন্থর। এরপর দুনিত ভাল্লেগে ২৭ বলে ৩৮ রান করলেও জাফনার স্কোর লড়াকু পুঁজিতে পরিণত হয়নি। জাফনার গুঁড়িয়ে দেন হাসারাঙ্গা। ৯ রান দিয়ে তিনি নেন ৩ উইকেট।
রান তাড়ায় ২ উইকেট হারিয়ে ১৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় ক্যান্ডি। হাসারাঙ্গা অপরাজিত ৫২ ও ফখর জামান ৪২ রানের ইনিংস খেলেন। ২টি করে চার ও ছক্কায় ৩৯ বলে ৪২ রান করেন পাকিস্তানি ব্যাটার জামান। আর ক্যান্ডির অধিনায়ক হাসারাঙ্গা খেলেন মারমুখী ইনিংস। তিনি হাঁকান ৫ চার ও ৩ ছক্কা। এছাড়া ১৬ বলে ৩ চারে ২২ রান আসে দীনেশ চান্দিমালের ব্যাট থেকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post