স্পোর্টস ডেস্কঃ বার্সেলোনায় বরখাস্ত হলেন কোচ জাভি হার্নান্দেজ। শুক্রবার কাতালান ক্লাবটি এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে। ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বার্সা বলেছে, দুই পক্ষের আলোচনার ভিত্তিতে ২০২৪-২৫ মৌসুমে জাভির আর কোচ হিসেবে না থাকার বিষয়টি চূড়ান্ত হয়েছে। এই বৈঠকে জাভি ছাড়াও বার্সেলোনার গুরুত্বপূর্ণ কর্তাব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
আগামী রোববার সেভিয়ার বিপক্ষে শেষ লিগ ম্যাচে জাভি শেষবারের মতো বার্সার ডাগআউটে দাঁড়াবেন বলে জানানো হয়েছে বিবৃতিতে। এর আগে ২০২১ সালের নভেম্বরে স্বপ্নের ক্লাব বার্সার দায়িত্ব নেন তিনি। প্রথম মৌসুমে তার অধীনে কাতালানরা লা লিগা ও স্প্যানিশ কাপের শিরোপা জেতে। তবে এবার ট্রফিহীন মৌসুম শেষে লা লিগায় তাদের অবস্থান ছিল দুইয়ে। সবমিলিয়ে জাভির অধীনে বার্সা ১৪১ ম্যাচের ৮৯টিতে জয় পেয়েছে।
এর আগে ব্যর্থতার দায়ে গত জানুয়ারিতে জাভি সিদ্ধান্ত নিয়েছিলেন মৌসুম শেষে বার্সা ছাড়ার। তবে ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তার সাথে বৈঠকের পর সিদ্ধান্ত পরিবর্তন করেছিলেন সাবেক এই বার্সা মিডফিল্ডার। তবে এবার তাঁকে বরখাস্ত করেছে কাতালান ক্লাবটি। জাভির প্রতি এমন আচরণ মানতে পারছেন না সেভিয়ার কোচ কিকে সানচেজ ফ্লোরেস। সংবাদ সম্মেলনে বার্সা কর্তৃপক্ষের সমালোচনায় সানচেজ বলেছেন, ‘আমার এটা বলা উচিত নয়। কিন্তু কী বাজেভাবেই না বার্সা তাদের কিংবদন্তিদের সঙ্গে আচরণ করে! কী একটা বাজে ধারা। এটা খুবই খারাপ চর্চা। কোমান, মেসি আর এখন জাভির সঙ্গে এমনটা হলো। আমার প্রত্যাশা, ক্লাবগুলো তাদের কিংবদন্তিদের সঙ্গে ভালো আচরণ করবে। সেটা অসাধারণ একটা ব্যাপার হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post