স্পোর্টস ডেস্কঃ রীতিমতো ঢাক-ঢোল পিটিয়ে বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়াকে দলে টেনে নিয়েছিল আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দে মায়ো। তবে আশ্চর্যজনক হলেও সত্য, ক্লাবটিতে বেশি দিন স্থায়ী হতে পারেননি জামাল। সাত মাস থেকেই চুক্তি ভেঙে দেশে ফিরে আসেন এই মিডফিল্ডার। আর এর কারণ, বকেয়া বেতন।
টানা সাত মাস ধরে ক্লাবটিতে কোনো বেতনই পাচ্ছিলেন না জামাল। যার জন্য চুক্তি ভেঙে ফিরে আসেন তিনি। এরপর ফিফার কাছে অভিযোগ জানান। আইনি সেই প্রক্রিয়ায় জয়ী হয়েছেন জামাল। আর্জেন্টিনার ক্লাবটিকে জামালের সাত মাসের বকেয়া বেতন ৮৪ হাজার ডলার পরিশোধের নির্দেশ দিয়েছে ফিফা। একইসাথে ৭১ হাজার ডলার জরিমানাও ও ৫ শতাংশ সুদও দিতে বলা হয়েছে।
সব মিলিয়ে ১ লাখ ৬২ হাজার ৯৮০ ডলার জামালের ব্যাংক একাউন্টে দিতে বলেছে ফিফা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১ কোটি ৯০ লাখ ৭৩ হাজার টাকা (প্রায় ২ কোটি টাকা)। আগামী ৪৫ দিনের মধ্যে এই টাকা পরিশোধ করতে বলা হয়েছে। যদিও দশ দিনের মধ্যে চাইলে রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবে সোল দে মায়ো। তবে জামালের টাকা পরিশোধ করতে না পারলে, খেলোয়াড় কেনা-বেচায় নিষেধাজ্ঞার মুখে পড়বে ক্লাবটিকে।
সোল দে মায়োতে মাত্র ৪টি ম্যাচ খেলার সুযোগ পান জামাল। এর মধ্যে দুটি ম্যাচে গোল করেন। নিয়মিত খেলার সুযোগ দেওয়া হয়নি তাকে। দেশে ফিরে এসে জামাল যোগ দিয়েছেন প্রিমিয়ার লিগের ঐতিহ্যবাহী আবাহনী লিমিটেড ক্লাবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post