স্পোর্টস ডেস্কঃ জার্মান বুন্দেসলিগায় অবশেষে বায়ার্ন মিউনিখের রাজত্বের অবসান ঘটল। টানা ১১ বছর শিরোপা জয়ের পর এবার বেয়ার লেভারকুসেনের কাছে তা খোয়াল টুখেলের দল। ১২০ বছরের ক্লাব ইতিহাসে প্রথমবার লিগ শিরোপা জয় করল লেভারকুসেন।
রোববার রাতে ঘরের মাঠ বে অ্যারেনায় ভের্দার ব্রেমেনকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে লেভারকুসেন। প্রথমার্ধে পেনাল্টি থেকে ভিক্টর বোনিফেসের লক্ষ্যভেদে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে একচ্ছত্র আধিপত্য দেখায় ক্লাবটি। গ্রানিত জাকা ব্যবধান দ্বিগুণ করার পর হ্যাটট্রিকের স্বাদ নেন ফ্লোরিয়ান ভিরৎজ।
পাঁচ ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হলো চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত অপরাজিত থাকা লেভারকুসেন। ২৯ ম্যাচে ২৫ জয় ও ৪ ড্রতে তাদের অর্জন ৭৯ পয়েন্ট। সমান ম্যাচ খেলে দুইয়ে থেকে বায়ার্ন পেয়েছে ৬৩ পয়েন্ট। গোল ব্যবধানে পিছিয়ে থাকা ভিএফবি স্টুটগার্টের পয়েন্টও ২৯ ম্যাচে ৬৩।
লেভারকুসেনের গোল উৎসবের সূচনাটা হয় ২৫তম মিনিটেই। পেনাল্টি থেকে দলকে লিড এনে দেন ভিক্টর বোনিফেস। এই এক গোলে লিড নিয়েই বিরতিতে যায় তারা। বিরতির পর ম্যাচের ৬০তম মিনিটে বোনিফেসের অ্যাসিস্টে গোল করেন গ্রানিত জাকা। এরপরই শিরোপা জয়ের উল্লাসে মাততে শুরু করে লেভারকুসেনের সমর্থকরা। ম্যাচের ৬৮তম মিনিটে নিজের প্রথম ও দলের তৃতীয় গোল করেন উইর্টজ। বাকি দুই গোলও তার পা থেকেই আসে। ম্যাচের ৮৩ ও ৯০তম মিনিটে গোল দুইটি করেন জার্মান এই তরুণ তুর্কি।
তাতে বড় জয়ের পাশাপাশি শিরোপা জয়ও নিশ্চিত হয় লেভারকুসেনের। চলতি মৌসুমে শুরু থেকেই অদম্য ছিল জাবি আলোনসোর দল। এখন শিরোপা জয়ের পর, তাদের সামনে সুযোগ অপরাজিত থেকে লিগ শেষ করার। ২০১০-১১ মৌসুমে সবশেষ বুন্দেসলিগা জয়ের খুব কাছাকাছি এসেছিল লেভারকুসেন। কিন্তু বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে ৭ পয়েন্টের ব্যবধান ঘোচাতে না পেরে দ্বিতীয় হয়েই থামতে হয় তাদের। এদিকে রোববার রাতের এই জয়ে পাঁচ ম্যাচ হাতে রেখে প্রথমবারের মতো জার্মানির শীর্ষ লিগের ট্রফিতে চুমু আঁকল দলটি। প্রায় ১২০ বছরের পুরোনো ক্লাবটি জার্মানির শীর্ষ লিগে পাঁচবার হয়েছিল রানার্সআপ। গত ১১ আসরের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের আধিপত্য গুঁড়িয়ে অবসান হল তাদের দীর্ঘ প্রতীক্ষার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post