নিজস্ব প্রতিবেদক:: বিপিএলের জন্য জার্সি তৈরি করেছে সিলেট স্ট্রাইকার্স। জুলাই গণঅভ্যুত্থানকে স্মরণ করে জিন জেড এডিশনের অভিনব জার্সি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে চায়ের শহরের ফ্র্যাঞ্চাইজিটি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের আগামি আসর শুরু হবে ৩০ ডিসেম্বর।
ময়দানি লড়াইয়ে মাঠে নামার আগে শেষ মূহুর্তের প্রস্তুুতি চলছে ক্লাবগুলোর। এরই অংশ হিসেবে অফিসিয়ালি জার্সির ডিজাইন প্রকাশ করেছে স্ট্রাইকার্সরা। জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে আহত-নিহতদের সম্মানার্থে ভিন্ন ভাবে জার্সির ডিজাইন করেছে ফ্র্যাঞ্চাইজিটি। যাতে ফুটিয়ে তোলা হয়েছে ঐতিহাসিক আন্দোলনের সব মূহুর্তে।
জার্সির সামনে বড় করে লিখা হয়েছে ৩৬শে জুলাই। লাল সবুজ পতাকায় ফুটিয়ে তোলা হয়েছে বিজয়ের ঐতিহাসিক মূহুর্তকে। জেন জেড এডিশনের এমন অভিনব জার্সি প্রশংসায় ভাসছে। তরুণ প্রজন্মের আত্মত্যাগকে বিশ্ব দরবারে ছড়িয়ে দিতে এমন আয়োজন স্ট্রাইকার্স পরিবারের।
এসাে দেশ বদলাই, পৃথিবী বদলাই স্লোগানে স্ট্রাইকার্সরা। সিলেট স্ট্রাইকার্সের ফেসবুক পেইজে জার্সির ছবি দিয়ে ক্যাপশনে লেখা হয়, “সিলেট স্ট্রাইকার্স অত্যাশ্চর্য গ্রাফিতি শিল্পের সাথে ডিজাইন করা Gen-Z সংস্করণ অফিসিয়াল ম্যাচ জার্সি চালু করতে পেরে গর্বিত। এই অনন্য ডিজাইনটি ঐতিহাসিক জুলাই বিপ্লবে আমাদের অবদানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এবং এর থিম ‘এসো দেশ বলাই, পৃথিবী বদলাই’।”
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০