স্পোর্টস ডেস্কঃ অ্যান্টি ডোপিং আইন ভঙ্গ করায় ওয়েসলি মাধেভেরে এবং ব্র্যান্ডন মাভুতাকে নিষিদ্ধ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। সব ধরনের ক্রিকেট থেকে এই দুজনকে নিষিদ্ধ করেছে জেডসি। সম্প্রতি জিম্বাবুয়ে খেলোয়াড়দের ডোপ টেস্ট করালে দুজনে পজিটিভ হন। দুজনে নিষিদ্ধ এক বিনোদনমূলক ওষুধ নিয়েছেন বলে জানা গেছে। তাঁদের বিরুদ্ধে শুনানি হবে। সেই শুনানিতে খুব শিগগিরই তাঁরা উপস্থিত হবেন।
লেগ স্পিনিং অলরাউন্ডার মাভুতা রোডেশিয়ানদের হয়ে তিন সংস্করণ মিলিয়ে এখন পর্যন্ত ২৬ ম্যাচ খেলেছেন। গত রবিবারেও জিম্বাবুয়ের হয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে খেলেছিলেন তিনি। এদিকে অফ স্পিনিং অলরাউন্ডার মাধেভেরে তিন সংস্করণ মিলিয়ে খেলেছেন ৯৮ ম্যাচ। সাম্প্রতিক সময়ে অবশ্য খেলেননি মাধেভেরে। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলেও ছিলেন না তিনি।
সময় ভালো যাচ্ছে না জিম্বাবুয়ে ক্রিকেটের। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব উৎরাতে না পারায় বুধবার প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান ডেভ হটন। পরদিনই এলো মাধেভেরে ও মাভুটার নিষেধাজ্ঞার খবর। এর আগে গত ওয়ানডে বিশ্বকাপেও খেলা হয় নি দলটির। ঘরের মাঠে আয়োজন হওয়া বিশ্বকাপ বাছাই পর্ব উতরাতে পারে নি তারা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post