স্পোর্টস ডেস্কঃ চলতি বছর ভীষণ ব্যস্ত সূচী বাংলাদেশ জাতীয় দলের। ১৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বিপিএল। ১ মার্চ শেষ হবে টুর্নামেন্ট। বিপিএল শেষ হওয়ার পরপরই বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা। সেখানে দুই টেস্ট, ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ হবে।
দম ফুসরতের সময় নেই টাইগারদের। সিরিজ খেলেই জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে হবে। দুই টেস্ট ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আছে। এরপরই ১ জুন থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু যুক্তরাষ্ট্র ও উইন্ডিজে। তাই টানা খেলার ধকল আছে। যা বিশ্বকাপে প্রভাব ফেলতে পারে।
এছাড়া বিশ্বকাপের আগ মূহুর্তে টেস্টের খুব একটা প্রয়োজন নেই। তাই জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজটি খেলতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই টেস্ট দুটি পরবর্তীতে কোনো একটা সময়ে খেলতে চায় বিসিবি। এর জন্য আলোচনা চলছে। তবে কোনো কিছুই এখন পর্যন্ত চূড়ান্ত নয়।
গণমাধ্যমকে বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘দুইটা টেস্ট ম্যাচ আছে এরপর পাঁচটা টি-টোয়েন্টি। এই পাঁচটা টি-টোয়েন্টি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা এখনও সিদ্ধান্ত নেয়নি, কিন্তু চাইব দুইটা টেস্ট কমানো যায় কিনা। তাহলে পরবর্তীতে আমরা অন্য জায়গায় সরিয়ে নিতে পারি। এটা এখনও আনুষ্ঠানিক না। এখন আমরা আনঅফিশিয়াল বলতে পারি এরকম চাইছি পরে এটা জানাতে পারব।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post