স্পোর্টস ডেস্কঃ আগামী ১২ জানুয়ারি থেকে শুরু হবে জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ। এরপর দু’দল খেলবে ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বুধবার দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। ডানহাতি পেসার ব্লেসিং মুজারাবানি ইনজুরি থেকে সেরে উঠতে পারেননি।
অন্যদিকে উইকেটরক্ষক-ব্যাটার রেগিস চাকাবভা এবং ব্যাটার মিল্টন শুম্বাও নেই আয়ারল্যান্ড সিরিজে। বদলি হিসেবে আনা হয়েছে ইনোসেন্ট কাইয়া, তাদিওয়ানাশে মারুমনি এবং ভিক্টর নিয়াউচিকে। অধিনায়ক থাকছেন ক্রেইগ আরভিন। এদিকে ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা গ্যারি ব্যালেন্স ডাক পেলেন আফ্রিকার দেশটির টি-টোয়েন্টি দলে।
আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচগুলো আগামী ১২, ১৪ ও ১৫ জানুয়ারি মাঠে গড়াবে। সবগুলো ম্যাচ হবে হারারে স্পোর্টস ক্লাবে। এর পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দু’দল। আগামী ১৮, ২১ ও ২৩ জানুয়ারি হবে ওয়ানডে সিরিজ। এই ম্যাচগুলোরও ভেন্যু হারারে।
জিম্বাবুয়ে-আয়ারল্যান্ডের সূচিঃ
১৪ জানুয়ারী – প্রথম টি-টোয়েন্টি
১৪ জানুয়ারি – দ্বিতীয় টি-টোয়েন্টি
১৫ জানুয়ারি – তৃতীয় টি-টোয়েন্টি।
১৮ জানুয়ারি – প্রথম ওয়ানডে
২১ জানুয়ারি – দ্বিতীয় ওয়ানডে
২৩ জানুয়ারি – তৃতীয় ওয়ানডে।
জিম্বাবুয়ে টি-টোয়েন্টি স্কোয়াড: ক্রেইগ আরভিন (অধিনায়ক), গ্যারি ব্যালেন্স, রায়ান বার্ল, টেন্ডাই চাতারা, ব্র্যাডলি ইভান্স, লুক জংওয়ে, ইনোসেন্ট কাইয়া, ক্লাইভ মাদান্দে, ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টোয়েন মুনকাদাভা, তোরা ভিক্টর নিয়াউচি ও শন উইলিয়ামস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post