নিজস্ব প্রতিবেদক:: স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় আসছে জিম্বাবুয়ে। এই সিরিজের প্রথম টেস্টের জন্য জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দল ঘোষণা করেছে। ১৫ সদস্যের দলে অবশ্য কোনো চমক নেই। ঘুরে-ফিরে পুরনোরাই খেলছেন।
সাকিব আল হাসান দেশের বাইরে থাকায় স্বাভাবিক দলে নেই। মুশফিকুর রহিম আছেন টেস্ট দলে। মাহমুদুল হাসান জয়, মাহিদুল ইসলাম অঙ্কন ও জাকের আলী অনিকরা প্রত্যাশিত ভাবেই আছেন স্কোয়াডে।
আগামি ১৫ এপ্রিল টেস্ট সিরিজ খেলতে ঢাকায় আসবে জিম্বাবুয়ে দল। সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে ২০ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, সিরিজের দ্বিতীয় টেস্টটি শুরু হবে ২৮ ডিসেম্বর।
অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে সহ-অধিনায়ক রাখা হয়েছে মেহেদী হাসান মিরাজকে। পেস আক্রমণে তানজিম হাসান সাকিবের সাথে আছেন খালেদ আহমদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা। স্পিন আক্রমনে তাইজুলের সঙ্গে আছেন নাঈম হাসান ও মেহেদী হাসানমিরাজ।
বাংলাদেশ দল:: নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনীক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান,নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈযদ খালেদ আহমদ ও তানজীম হাসান সাকিব।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০