স্পোর্টস ডেস্কঃ টিম সেইফার্টের ঝড়ো ইনিংসে আগে ব্যাটিং করে ১২৬ রানের সংগ্রহ পায় ডারবান কালান্দার্স। সেই রান তাড়া করতে নেমে শুরুতে বিপদে পড়লেও করিম জানাত ও পার্থিব প্যাটেলের ক্যামিওতে লড়াই করেছে কেপ টাউন স্যাম্প আর্মি। তবে শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি, কেপ টাউনের ইনিংস থেমেছে ১১৮ রানে। শুক্রবার জিম-আফ্রো টি-টেন লিগে কেপ টাউন স্যাম্প আর্মিকে ৮ রানের ব্যবধানে হারায় ডারবান কালান্দার্স।
ডারবানের দেওয়া ১২৭ রান তাড়া করতে নেমে দলীয় ২০ রানে ওপেনার জুয়াওকে হারায় কেপ টাউন। এরপর ৩০ রানের জুটি গড়েন রহমানউল্লাহ গুরবাজ ও ভানুকা রাজাপাকসে। তবে দলীয় ৫০ থেকে ৫২ রানের মধ্যে চার উইকেট হারিয়ে আবার চাপে পড়ে কেপ টাউন। একে একে ফিরে যান গুরবাজ, শেন উইলিয়ামস, রাজাপাকসে ও টম কারান।
এরপর লড়াই করেন অধিনায়ক পার্থিব প্যাটেল ও করিম জানাত। দুজনে মিলে গড়েন ৬৬ রানের জুটি। যদিও তাদের লড়াই শেষ পর্যন্ত বৃথা থেকে গেছে। নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৮ রানে থামে কেপ টাউনের ইনিংস। শেষ পর্যন্ত জানাত ১৩ বলে তিন ছয় ও এক চারে ৩০ আর পার্থিব অপরাজিত থাকেন ১৪ বলে চার ৪ আর দুই ছয়ে ৩৭ রানে।
ডারবানের হয়ে আজমতউল্লাহ ওমরজাই ও জর্জ লিন্ডে ২টি করে উইকেট লাভ করেন।
এর আগে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে বিধ্বংসী শুরু পায় ডারবান। টিম সেইফার্ট ও হযরতউল্লাহ জাজাই মিলে মাত্র ৬.৪ ওভারে গড়েন ৮৭ রানের জুটি। ২২ বলে ৬ চার ও তিন ছয়ে ৪৯ রানে সেইফার্ট ফিরলে ভাঙে জুটি। জাজাই করেন ২৫ বলে তিন চার ও দুই ছয়ে ৩৮ রান। এরপর শেষদিকে আসিফ আলির ৬ বলে ১৭ রানে ১২৬ রানের সংগ্রহ পায় ডারবান।
কেপ টাউনের হয়ে মূজিব উর রহমান ও টম কারান ১টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post