স্পোর্টস ডেস্কঃ আনুষ্ঠানিকভাবে জিম আফ্রো টি-টেনের প্রথম আসরের উদ্বোধন হয়েছে ২০ জুলাই, বৃহস্পতিবার। জিম্বাবুয়ের রাজধানী হারারেতে ঝাঁকজমপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা ওঠে টুর্নামেন্টের। তবে খেলা শুরু হচ্ছে ২১ জুলাই, শুক্রবার থেকে।
আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি লড়াইয়ে নেমেছে বুলাওয়ে ব্রেভস ও হারারে হারিকেন্স। সন্ধ্যা ৭টায় ম্যাচ শুরুর আগে টস জিতেছেন হারারে অধিনায়ক ইয়ন মরগান। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে সিকান্দার রাজার নেতৃত্বাধীন বুলাওয়ে আগে ব্যাট করতে নেমেছে।
জিম আফ্রো টি-টেনের প্রথম আসরে তাসকিন আহমেদকে দলে ভেড়ায় বুলাওয়ে। বাংলাদেশের এই পেসারকে প্রথম ম্যাচের একাদশে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। টাইগার ক্রিকেটার খেলছেন প্রথম ম্যাচে।
বুলাওয়ে ব্রেভস একাদশ
সিকান্দার রাজা (অধিনায়ক), বেন ম্যাকডেরমট, কোবে হার্ফট , অ্যাশটন টার্নার, রায়ান বার্ল, থিসারা পেরেরা, টিমিচেন মারুমা, প্যাট্রিক ডোলে, তাসকিন আহমেদ, টাইমাল মিলস ও ফারাজ আকরাম।
হারারে হারিকেন্স একাদশ
ইয়ন মরগান (অধিনায়ক), রবিন উথাপ্পা, সামিত প্যাটেল, ইরফান পাঠান, তিনোতেন্ডা মাপোসা, মোহাম্মদ নবি, ব্রেন্ডন মাভুতা, নান্দে বার্গার, ক্রিস মৌফু, লুক জঙ্গে ও ডোনাভন ফেরেইরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post