নিজস্ব প্রতিবেদক:: সিলেটে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের জন্য দু’টি টিম গঠণ করা হচ্ছে। সিলেটের চার জেলার ক্রিকেটারদের ভাগ করে গঠণ করা হবে দুই দল। লাল দল এবং সবুজ দল নামে দু’টি দল খেলবে টুর্নামেন্টটিতে। নকআউটের ম্যাচটিতে যে দল জিতবে তারাই যাবে ঢাকায় জাতীয় রাউন্ডের জন্য।
আগামি ২৭ ডিসেম্বর সিলেটের ম্যাচটি অনুষ্টিত হবে। সিলেট ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে ফরম্যাটের ম্যাচটি হবে। জিয়া ক্রিকেট টুর্নামেন্ট সিলেটের মিডিয়া কর্মকর্তা এ.এইচ আরিফ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমাদের বিভাগের চার জেলার ক্রিকেটারদের ভাগ করে দুই দল করা হবে। নির্বাচকেরা দল গঠন করে দেবেন। লাল দল এবং সবুজ দল একে অপরের মুখোমুখি হবে। জয়ী দল ঢাকায় যাবে।’
সিলেটে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের স্মরণে টুর্নামেন্টটি সফল করতে এরই মধ্যে প্রস্তুুতি শুরু হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় হাউজিং স্টেটে এনিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় সর্বসম্মতিক্রমে বিসিবির সাবেক পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী’কে আহবায়ক এবং ক্রীড়া সংগঠক রেজাউল হাসান কয়েস লোদি’কে সদস্য সচিব করে সিলেটে অনুষ্ঠিতব্য জিয়া ক্রিকেট টুর্নামেন্ট প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।
এছাড়া টুর্নামেন্ট সুষ্ঠুভাবে ও সুন্দরভাবে পরিচালনার জন্য কয়েকটি উপকমিটি গঠন করা হয়। সভায় টুর্নামেন্টের জমজমাট ম্যাচটি মাঠে এসে উপভোগ করতে ক্রিকেট প্রেমীদের প্রতি অনুরোধ জানিয়েছেন আয়োজকেরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০