স্পোর্টস ডেস্কঃ বার্সালোনাকে ৪-২ গোলে উড়িয়ে দিয়ে হারানো সিংহাসনে আরও একবার আরোহণ করল জিরোনা। চলতি মৌসুমে এর আগে কয়েক ঘণ্টার জন্য লা লিগার শীর্ষে উঠেছিল স্প্যানিশ লিগের ক্লাবটি। এবার বার্সাকে ডুবিয়ে রিয়াল মাদ্রিদ থেকে দুই পয়েন্ট বেশি নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের নেতৃত্ব হাতে নিলো জিরোনা।
ম্যাচের ১২ মিনিটে জিরোনা এগিয়ে যায় আর্তেম দোভিকের গোলে। ৭ মিনিট পরই যা শোধ করে দেন রবার্ত লেভানডফস্কি। বিরতির আগে ৪০তম মিনিটে জিরোনাকে ২-১ গোলে এগিয়ে দেন মিগুয়েল গিমেরেজ। ৮০তম মিনিটে ভেলেরি ফার্নান্দেজ স্কোরলাইন করেন ৩-১। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে বার্সেলোনার হয়ে ব্যবধান কমান ইলকায় গুনদোয়ান। কিন্তু ৯৫তম মিনিটে গোল করে জিরোনাকে আরও এগিয়ে দেন ক্রিস্টিয়ান স্টুয়ানি।
৪-২ ব্যবধানে হেরে যাওয়া দলের কোচ জাভি হার্নান্দেজ ম্যাচ শেষে বলেছেন, ‘এই জয়টা তাদের প্রাপ্য। তাদের সেই মেধা আছে। আমাদের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে গেছে। আমরা পার্থক্যটা কমিয়ে আনতে চাই। এটাই বাস্তবতা। বার্সেলোনা এখন পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে। যদিও তারা এটা নিয়ে আমারই সমালোচনা করে। দুই পা এগোতে হলে তো এক পা পেছাতেই হয়।’
১৬ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে বার্সেলোনা এখন চার নম্বরে। সমান পয়েন্ট নিয়ে তিনে অ্যাথলেটিকো মাদ্রিদ, যদিও ম্যাচ একটি কম খেলেছে তারা। আর ১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ দুইয়ে অবস্থান করছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post