স্পোর্টস ডেস্কঃ চেন্নাইয়ে অসম্ভব লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিনের প্রথম ঘণ্টায় উইকেট হারায় নি বাংলাদেশ। তবে পানি বিরতির পরই সাকিব আল হাসান ফিরেছেন ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের বলে।
অশ্বিনের বলটি সোজা ব্যাটে ঠেকিয়েছিলেন সাকিব। কিন্তু ব্যাটের ওপরের অংশে লেগে প্যাড ছুঁয়ে চলে যায় যস্বভী জয়সওয়ালের হাতে। সাকিবের আউটের পর বাংলাদেশের রান ৫ উইকেটে ১৯৪। উইকেটে এসেছেন লিটন দাস। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের ম্যাচ জিততে দরকার ৩১০ রান। হাতে আছে ৫ উইকেট। এই রান তাড়া করতে জিততে ইতিহাস গড়তে হবে টাইগারদের।
এর আগে অল্পের জন্য বেঁচে যান সাকিব। রবীন্দ্র জাদেজার বল খেলতে গিয়ে ক্রিজ ছেড়ে বেরিয়ে যান অভিজ্ঞ বাঁহাতি ব্যাটার। বল তার ব্যাটের বাইরের কানা ঘেঁষে চলে যায় পেছনে। কিন্তু গ্লাভসে জমাতে পারেননি রিশাভ পান্ত। ফলে স্টাম্পড হওয়া থেকে বেঁচে যান ১৭ রানে থাকা সাকিব। যদিও ইনিংস বড় করতে পারেন নি তিনি। ৫৬ বলে ৩ চারে ২৫ রান করেছেন। এই নিয়ে ৭ ইনিংসে কোনো ফিফটি নেই বাংলাদেশের অলরাউন্ডারের। টেস্টে সাকিব সর্বশেষ ফিফটি পেয়েছিলেন গত বছরের এপ্রিলে, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০