স্পোর্টস ডেস্ক:: অবশেষে বাংলাদেশ সফরে আসছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসিদের ঢাকায় আসার সত্যতা নিশ্চিত করেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।
বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশের সমর্থকদের কল্যাণে মন ভরে যায় আর্জেন্টিনার। দেশটির ফুটবলার, ফুটবল কর্তা থেকে কোচ লিওনেল স্কালোনিরা প্রশংসা করেন বাংলাদেশের।
আর্জেন্টিনার ফুটবল প্রেমিরাই দাবি তুলেন আর্জেন্টিনা যেনো বাংলাদেশ সফর করে। বিশ্ব সেরা হওয়ার ট্রফি নিয়ে মেসিদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানায় বাংলার ফুটবল প্রেমীরাও।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনও আর্জেন্টিনাকে আমন্ত্রণ জানায়। বাফুফের প্রস্তাবে সাড়া দিয়েছে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনও। আগামি জুনেই বাংলাদেশ সফরে আসতে পারে দলটি। সালাউদ্দিন একটি গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন।
বাফুফে সভাপতি সালাউদ্দিন সাংবাদিকদের বলেন, ‘আর্জেন্টিনার প্রস্তাবিত এই সফর চূড়ান্ত হয়ে এসেছে। এখন শুধু টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে আলোচনা হচ্ছে। ওরা আমাদের জানিয়েছে, জুনে ফিফা উইন্ডোতে ওরা আসতে চায়। জুনে ওরা আসবে বলাই যায়।’
হোম অব ফুটবল খ্যাত বঙ্গবন্ধু স্টেডিয়ামে সংস্কার চলছে। জুনের আগে সংস্কার শেষ হওয়া নিয়ে শঙ্কা রয়েছে। তবে বাফুফে জানিয়েছে, এনএসসিকে চিঠি দেওয়া হয়েছে জরুরী ভিত্তিতে মাঠ সংস্কার কাজ শেষ করার জন্য।
সংস্কার শেষে আর্জেন্টিনার ম্যাচ দিয়েই বাফুফে বঙ্গবন্ধু স্টেডিয়ামের নতুন রূপের উদ্বোধন করতে চাইছে। বাফুফে সভাপতি সালাউদ্দিন বলেন, ‘বঙ্গবন্ধু স্টেডিয়ামেই খেলা হবে। আমরা আজ জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দিয়েছি জরুরী ভিত্তিতে সব করে দিতে। তারা রাজি হয়েছে। স্টেডিয়াম ঠিকঠাক না হলে খেলাই তো হবে না।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post