স্পোর্টস ডেস্কঃ কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রিকে বরখাস্ত করেছে জুভেন্টাস। মূলত রেফারির সাথে বাজে আচরণসহ, ক্লাবের মূল্যবোধ বিরোধী কাজের জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে জুভেন্টাস।
আতালান্তার বিপক্ষে শিরোপা জেতার ম্যাচে ম্যাচের শেষ দিকে রেফারির এক সিদ্ধান্ত নিয়ে ক্ষিপ্ত হন অ্যালেগ্রি। রেফারির সাথে উচ্চবাক্যে লিপ্ত হন, বাজে অঙ্গভঙ্গির সাথে অসম্মানজনক শব্দ ব্যবহার করেন। এসময় নিজের পরনের কোটও খুলে ফেলেন। এরপর রেফারি তাকে লাল কার্ড দেখিয়ে ডাগ আউট থেকে বহিস্কার।
এদিকে আলেগ্রির উত্তরসূরির নাম জানাল জুভরা। মৌসুমের বাকি অংশে জন্য পাওলো মনতেরো ডাগআউটে থাকবেন বলে জানিয়েছে সেরি আ’র ক্লাবটি। বয়সভিত্তিক দলের কোচ মনতেরো। তিনি মূলত সামলান অনূর্ধ্ব-১৯ দলকে। সেরি আ’য় তুরিনের ক্লাবটির বাকি আছে আর দুই ম্যাচ। আগামী সোমবার বোলোনিয়া ও আগামী ২৬ মে ঘরের মাঠে তারা মুখোমুখি হবে মোনসার।
মৌসুমে মাত্র এই দুই ম্যাচ বাকি থাকায় আপাতত মনতেরোর কাঁধেই দায়িত্ব তুলে দেওয়ার সিদ্ধান্ত রোববার জানিয়েছে জুভেন্টাস। ৫২ বছর বয়সী মনতেরো ক্লাব ক্যারিয়ারে জুভদের হয়ে খেলেছেন ১৯৯৬ থেকে ২০০৫ সাল পর্যন্ত।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post