স্পোর্টস ডেস্কঃ আগামী মাসে উইন্ডিজ সফরে যাবে ভারত। ক্যারিবিয়ানদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে তারা। আগামী ১২ জুলাই থেকে শুরু হবে দু’দলের মধ্যকার মাঠের লড়াই। প্রথমে টেস্ট সিরিজ খেলা হবে। তার পর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ হবে।
ক্রিকেট উইন্ডিজ থেকে প্রকাশিত সূচি অনুযায়ী আগামী ১২ জুলাই থেকে ১৬ জুলাই প্রথম টেস্ট। ২০-২৪ জুলাই দ্বিতীয় টেস্ট। ম্যাচ দু’টি হবে যথাক্রমে ডোমিনিকা এবং ত্রিনিদাদে। দু’টি টেস্টই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত। ২৭ জুলাই শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ।
২৯ জুলাই এবং ১ আগস্ট বাকি দুই ওয়ানডে মাঠে গড়াবে। প্রথম দুই ওয়ানডে ম্যাচ হবে বার্বাডোজে। তৃতীয় ম্যাচটি হবে ত্রিনিদাদে। ৩ আগস্ট প্রথম টি-টোয়েন্টির ভেন্যুও এই মাঠ। ৬ ও ৮ আগস্ট বাকি দুই টি-টোয়েন্টি হবে গায়ানাতে। এরপর দু’দল পাড়ি জমাবে আমেরিকার ফ্লোরিডায়।
১২ এবং ১৩ আগস্ট টি-টোয়েন্টি সিরিজের শেষ দু’টি ম্যাচ ফ্লোরিডার লডারহিলে। এরপর দেশে ফেরত আসবে ভারত। এরপর তারা আয়ারল্যান্ড সফরে যাওয়ার কথা রয়েছে। আইরিশদের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে হার্দিক পান্ডিয়া-ইশান কিশানরা। পরের মাসে আছে এশিয়া কাপের সূচি।
ভারতের উইন্ডিজ সফরের সূচি-
প্রথম টেস্ট: ১২-১৬ জুলাই (উইন্ডসর পার্ক, ডমিনিকা)
দ্বিতীয় টেস্ট: ২০-২৪ জুলাই (কুইন্স পার্ক ওভাল, ত্রিনিদাদ)।
প্রথম ওয়ানডে: ২৭ জুলাই (কেনিংটন ওভাল, বার্বাডোজ)
দ্বিতীয় ওয়ানডে: ২৯ জুলাই (কেনিংটন ওভাল, বার্বাডোজ)
তৃতীয় ওয়ানডে: ১ আগস্ট (ব্রায়ান লারা স্টেডিয়াম, ত্রিনিদাদ)।
প্রথম টি-টোয়েন্টি: ৩ আগস্ট (ব্রায়ান লারা স্টেডিয়াম, ত্রিনিদাদ)
দ্বিতীয় টি-টোয়েন্টি: ৬ আগস্ট (গায়ানা ন্যাশনাল স্টেডিয়াম, গায়ানা)
তৃতীয় টি-টোয়েন্টি: ৮ আগস্ট (গায়ানা ন্যাশনাল স্টেডিয়াম, গায়ানা)
চতুর্থ টি-টোয়েন্টিঃ ১২ আগস্ট (সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক, ফ্লোরিডা)
পঞ্চম টি-টোয়েন্টি: ১৩ আগস্ট (সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক, ফ্লোরিডা)।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post